DBC News
'বঙ্গমাতা জাতির পিতার রাজনীতিরও সাথী ছিলেন'

'বঙ্গমাতা জাতির পিতার রাজনীতিরও সাথী ছিলেন'

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে ইতিহাসের মহামানবের সঙ্গে তুলনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'তিনি শুধু বঙ্গবন্ধুর জীবন সাথীই ছিলেন না, তিনি বঙ্গবন্ধুর রাজনীতিরও সাথী ছিলেন। আজ বুধবার, বঙ্গমাতার ৮৯ তম জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর বনানীতে তাঁর কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'বঙ্গবন্ধুর দীর্ঘ এক যুগের জেল জীবনে বেগম মুজিব একদিকে পরিবার সামলেছেন, অন্যদিকে দলকে সামলানোর দায়িত্বও সেদিন বেগম মুজিবের হাতেই ছিল। তিনি নিভৃতে থেকেই দেশের সেবা করে গেছেন।'

তিনি বঙ্গবন্ধুর সকল আন্দোলন ও সংগ্রামের সহযোগী ছিলেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন

মক্কায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি। বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘট...

'মশা নিধন অভিযানে বাধা দিলে ব্যবস্থা'

এডিস মশার লার্ভা নিধনে বাসাবাড়িতে অভিযানের সময় বাধা দিলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বুধবার বিকেলে, গু...

'বিএনপি-জামায়াতের মদদেই গ্রেনেড হামলা'

বিএনপি-জামায়াতের মদদেই ২১শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রাজনৈতিক সভায় যুদ্ধের অস্ত্র গ্রেনেড হামলা নজিরবিহীন।&n...

খালেদাকে মুক্ত করতে নতুন লড়াইয়ে 'খালেদার স্কুটি সঙ্গী'

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোথাও গেলে তার গাড়িবহরের সঙ্গে স্কুটি নিয়ে থাকতেন ডালিয়া রহমান।বিএনপির নেতাকর্মীদের কাছে ‘খালেদার স্কুটি সঙ্গী’ হিসেবে...