DBC News
সাক্ষাৎকার দেবেন হাথুরুসিংহেও!

সাক্ষাৎকার দেবেন হাথুরুসিংহেও!

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ পদে সাক্ষাৎকার দেবেন টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিসিবির একটি সূত্র এই বিষয়টি নিশ্চত করেছে। 

জানা গেছে ঈদের আগেই তার সাক্ষাৎকার হতে পারে। তবে তাকে ঢাকায় নাও আসতে হতে পারে। সাক্ষাৎকারটি হতে পারে ফোনে। বাংলাদেশ ছেড়ে শ্রীলঙ্কার কোচ হলেও খুব একটা ভালো সময় কাটেনি হাথুরুসিংহের। দেশের মাটিতে বাংলাদেশকে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করলেও তার অধীনে তেমন ভালো পারফর্ম করতে পারেনি লঙ্কানরা।      

এর আগে, বুধবার টাইগারদের প্রধান কোচ পদে বিসিবিতে সাক্ষাৎকার দেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গো। সাক্ষাৎকারের পর বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানান, তাদের কাছে আরো দুজন প্রার্থী আছে, শিগগিরই তাদের সাক্ষাৎকার নেওয়া হবে।  তবে, এই দুজনের একজন যে হাথুরুসিংহে তা তিনি নিশ্চিত করেননি।