DBC News
আমি নিজের ঢোল নিজে পেটাই না: মাশরাফী

আমি নিজের ঢোল নিজে পেটাই না: মাশরাফী

নিজের ঢোল নিজে পেটাতে চাননা বলে মন্তব্য করেছে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। মাশরাফী বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) খোঁজ নিয়ে দেখেন আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর গেল সাত মাসে নড়াইলের জন্য কতটুকু করতে পেরেছি। সবেমাত্র সাত মাস হয়েছে আমি সংসদ সদস্য হয়েছি। এ সময়ের মধ্যে আমি যতটা পেরেছি করেছি, জনগণ এর মুল্যায়ন করবে। আমি এই নিয়ে কিছু বলতে চাইনে। খোঁজ নিয়ে আপনারা প্রতিবেদন করেন। আমার ঢোল আমি পেটাবো না।’

আজ বুধবার দুপুরে, নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাশরাফী।

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে মাশরাফী নড়াইলকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি, সমাজের প্রভাবশালীদের মাদকসেবী ও মাদক বিক্রেতাদের প্রশয় না দেয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় মাশরাফী আরও বলেন, 'যে সেক্টরগুলোতে দুর্বলতা আছে সেই সেক্টরগুলোতে কাজ করছি। যেভাবে শুরু করেছি, তা যেন শেষ করতে পারি সকলে দোয়া করবেন।'

জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে মতবিনিময় সময় আরও বক্তব্য দেন, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বার, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, সিভিল সার্জন ডাঃ আসাদ উজ জামান মুন্সী, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুস শাকুর। জেলার বিভিন্ন বিভাগের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের উন্নয়ন ও সমস্যার বিষয়গুলো সাংসদ মাশরাফীর সামনে তুলে ধরেন।

আরও পড়ুন

মক্কায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি। বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘট...

'মশা নিধন অভিযানে বাধা দিলে ব্যবস্থা'

এডিস মশার লার্ভা নিধনে বাসাবাড়িতে অভিযানের সময় বাধা দিলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বুধবার বিকেলে, গু...

'বিএনপি-জামায়াতের মদদেই গ্রেনেড হামলা'

বিএনপি-জামায়াতের মদদেই ২১শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রাজনৈতিক সভায় যুদ্ধের অস্ত্র গ্রেনেড হামলা নজিরবিহীন।&n...

খালেদাকে মুক্ত করতে নতুন লড়াইয়ে 'খালেদার স্কুটি সঙ্গী'

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোথাও গেলে তার গাড়িবহরের সঙ্গে স্কুটি নিয়ে থাকতেন ডালিয়া রহমান।বিএনপির নেতাকর্মীদের কাছে ‘খালেদার স্কুটি সঙ্গী’ হিসেবে...