DBC News
মাহী বি চৌধুরী ও তার স্ত্রীকে ২৫শে আগস্ট দুদকে ফের তলব

মাহী বি চৌধুরী ও তার স্ত্রীকে ২৫শে আগস্ট দুদকে ফের তলব

দুদকের জিজ্ঞাসাবাদে হাজির না হওয়ায় সংসদ সদস্য এবং বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হক লোপাকে ২৫শে আগস্ট ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে, গত রবিবার (৪ই আগস্ট) মাহী বি চৌধুরী ও তার স্ত্রীকে দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের ঠিকানায় জিজ্ঞাসাবাদে হাজির হওয়ার জন্য তলবি নোটিশ পাঠানো হয়। দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিনের সই করা আলাদা নোটিশে এ দম্পতিকে ৭ই আগস্ট সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়।

যুক্তরাষ্ট্রে শতকোটি টাকা পাচারের অভিযোগে মাহী বি চৌধুরী ও তার স্ত্রী লোপার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। অভিযোগে বলা হয়েছে, মাহী ও তার স্ত্রী লোপা বিভিন্ন সময়ে শত কোটি টাকা আমেরিকায় পাচার করেছেন, অজ্ঞাত খাত থেকে আয়ের টাকা কৌশলে বিদেশে নিয়ে গেছেন। বিএনপির শাসনামল ও বিভিন্ন সময়ে ক্ষমতার অপব্যবহারের করে তারা অবৈধ অর্থের মালিক হয়েছেন বলে দুদকে আসা অভিযোগে বলা হয়েছে। এসব অভিযোগ দুদকে এলে প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

আরও পড়ুন

'বিএনপি-জামায়াতের মদদেই গ্রেনেড হামলা'

বিএনপি-জামায়াতের মদদেই ২১শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রাজনৈতিক সভায় যুদ্ধের অস্ত্র গ্রেনেড হামলা নজিরবিহীন।&n...

খালেদাকে মুক্ত করতে নতুন লড়াইয়ে 'খালেদার স্কুটি সঙ্গী'

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোথাও গেলে তার গাড়িবহরের সঙ্গে স্কুটি নিয়ে থাকতেন ডালিয়া রহমান।বিএনপির নেতাকর্মীদের কাছে ‘খালেদার স্কুটি সঙ্গী’ হিসেবে...

বৈধ কাগজপত্র থাকলেই চালকদের ফুলেল শুভেচ্ছা পুলিশের

ঝালকাঠিতে সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক সচেতনতায় অভিযান করেছে জেলা পুলিশ। বুধবার সকালে, শহরের পেট্রোলপাম্প মোড়ে চেকপোষ্ট বসিয়ে যানবাহন চেক করা হয়। এস...

১১ তদন্ত কর্মকর্তার নামে দুদকের মামলা

নিরপরাধ জাহালমের ৩৩ মামলার ১১ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে দুদক।  বুধবার দুদকের আইনজীবী খুরশিদ আলম নির্ধারিত প্রতিবেদনটি হাইকোর্টে দাখিল ক...