DBC News
যুক্তরাষ্ট্র আ.লীগের মাসব্যাপী কর্মসূচি

যুক্তরাষ্ট্র আ.লীগের মাসব্যাপী কর্মসূচি

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ম্যাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

যুক্তরাষ্ট্র থেকে বিশ্বজিৎ দে বাবলু জানান, এ উপলক্ষ্যে নিউইয়র্কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রদীপ প্রজ্জলন, কালো ব্যাজ ধারণসহ নানা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ। পরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুউদ্দীন আজাদের সভাপতিত্বে আয়োজিত স্মরণসভা পরিচালনা করেন আব্দুস সামাদ। 

এ সময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবু জাহির, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, নিউইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা, মাহাবুর রহমানসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।