DBC News
অবসরে অজি অ্যাথলেট স্যালি পিয়ারসন

অবসরে অজি অ্যাথলেট স্যালি পিয়ারসন

অলিম্পিক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার হার্ডলার স্যালি পিয়ারসন অবসরের ঘোষণা দিয়েছেন। কুইন্সল্যান্ডের এই ট্র্যাক অ্যাথলেট ২০১২ লন্ডন অলিম্পিকে একশ মিটার হার্ডলসে সোনা জেতেন। ২০১১ ও ২০১৭ সালের বিশ্বখেতাবও রয়েছে তার দখলে।

গত কয়েক বছর ধরে ইনজুরিতে ভুগছিলেন পিয়ারসন। সবসময় শ্রেষ্ঠত্ব অর্জনে তৈরী থাকা পিয়ারসন মনে করছেন এখন আর সেটা সম্ভব নয়। ৩২ বছর বয়সী এই অজি অ্যাথলেট এক বিবৃতিতে অবসরের বিষয়টা নিশ্চিত করেছেন।

গোল্ডকোস্টে জন্ম নেওয়া পিয়ারসন হার্ডলস ছাড়াও একশ মিটার স্প্রিন্টেও ট্র্যাকে নামতেন। ২০০৮ অলিম্পিকে হার্ডলসে রৌপ্য জয়ই প্রথম ব্রেক থ্রু এনে দেয় স্যালি পিয়ারসনকে। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিকস ফেডারশেনস (আইএএএফ) ফিমেল অ্যাথলেট অব দ্যা ইয়ার নির্বাচিত হন ২০১১ সালে। ২০১২ অলিম্পিকে ১২ দশমিক তিন সাত সেকেন্ডের রেকর্ড টাইমিংয়ে একশ মিটার হার্ডলসে শ্রেষ্ঠত্ব দেখান তিনি।

২০১৫তে ইনজুরিতে পড়েন পিয়ারসন। তারপর, ২০১৭ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দিয়ে ফিরলেও ইনজুরির কাছেই পরাস্ত হন তিনি। শেষ পর্যন্ত, টোকিও অলিম্পিকের আগেই ট্র্যাক অ্যান্ড ফিল্ডকে বিদায় জানালেন পিয়ারসন।