DBC News
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু

হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে হজ করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বার্ধক্যজনিত কারণে তারা মারা গেছেন বলে জানিয়েছে মক্কা হজ মিশন। নিহতরা হলেন কুমিল্লার আব্দুল কাদের ও নরসিংদীর মোহাম্মদ সাজুল ইসলাম। হজ করতে গিয়ে এ নিয়ে ৩৩জন বাংলাদেশির মৃত্যু হল। এর মধ্যে ২৮জন পুরুষ ও ৫ জন নারী। মক্কা হজ মিশন জানিয়েছে, মক্কায় ২৬জন, মদিনায় ৬ জন ও জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।