DBC News
'জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যাব'

'জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যাব'

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আমার নিজের চাওয়া-পাওয়ার কিছুই নেই। যে আদর্শ নিয়ে জাতির পিতা দেশ স্বাধীন করেছিলেন তা বাস্তবায়ন করাই আমার একমাত্র লক্ষ্য।' এমনকি, জাতির পিতার অসম্পূর্ণ স্বপ্ন পূরণে শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যাওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লন্ডন থেকে জুবায়ের আহমেদ জানান, স্থানীয় সময় বিকেলে লন্ডনের ওয়েস্ট মিনিস্টার এলাকার সেন্ট্রাল হলে অনুষ্ঠিত এক নাগরিক সভায় দেয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, 'জাতির পিতা বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ করে তোলার যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করতে আমি মৃত্যুকেও ভয় পাই না। জাতির পিতার সম্পূর্ণ কাজ শেষ করতে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যেতে চাই।'

অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার কথা স্মরণ করেন শেখ হাসিনা এবং বিভিন্ন গণ অন্দোলনে তাদের ভূমিকার প্রশংসা করেন।  বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ গড়ে তোলার ক্ষেত্রে দেশে প্রবাসীদের আরও বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।

তিনি আরও বলেন, 'শিল্পের উন্নয়ন ও জনগণের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছি। দেশের বিনিয়োগবান্ধব পরিবেশের সুযোগ নিয়ে আপনারাও দেশে কল-কারখানা গড়ে তুলতে পারেন।' এছাড়া, দেশে দারিদ্রতার হার আরও কমিয়ে আনা, কেউ যেন গৃহহীন না থাকে, ক্ষুধার জ্বালায় কেউ কষ্ট না পায় এবং কেউ বিনা চিকিৎসায় মারা না যায় সে লক্ষেও সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগ এই নাগরিক সভার আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সবাইকে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, 'আমাদের সবাইকে গুজব থেকে সতর্ক থাকতে হবে। যেন গুজবের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত না হয়।'

আরও পড়ুন

ঈদের কারণে রেমিটেন্স প্রবাহ বেড়েছে

ঈদের আগে রেমিটেন্স প্রবাহ কিছুটা বাড়লেও তাতে সরকারি প্রণোদনার কোনো প্রভাব নেই। কেন্দ্রীয় ব্যাংক বলছে, প্রণোদনা বিতরণ পদ্ধতি নির্ধারণ করতে আরও কিছুদিন সময় লাগবে।...

নকশা জালিয়াতি: এফ আর টাওয়ারের মালিক ফারুক গ্রেপ্তার

নকশা জালিয়াতির মামলায় এফ আর টাওয়ারের মালিক এস এম এইচ আই ফারুককে গ্রেপ্তার করেছে দুদক। বনানী থেকে দুদকের উপ পরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি টিম দুপু...

ঈদের কারণে রেমিটেন্স প্রবাহ বেড়েছে

ঈদের আগে রেমিটেন্স প্রবাহ কিছুটা বাড়লেও তাতে সরকারি প্রণোদনার কোনো প্রভাব নেই। কেন্দ্রীয় ব্যাংক বলছে, প্রণোদনা বিতরণ পদ্ধতি নির্ধারণ করতে আরও কিছুদিন সময় লাগবে।...

কার্ডিফে সাবেক ডেপুটি মেয়রকে সংবর্ধনা

কার্ডিফে সাবেক ডেপুটি মেয়র আলী আহমেদ সংবর্ধনা দিয়েছে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেন। স্পেন থেকে বকুল খান জানান, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ফয়জ...