DBC News
'ডেঙ্গু প্রতিরোধে সমন্বয়ের ঘাটতি নেই'

'ডেঙ্গু প্রতিরোধে সমন্বয়ের ঘাটতি নেই'

ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সংস্থার কার্যক্রমের সমন্বয়ের কোনো ঘাটতি নেই বলে দাবি করেছেন, আওয়ামী লীগ সাধারণ ওবায়দুল কাদের। অন্যদিকে, ডেঙ্গু রোগীরা যেন মুনাফাভোগী হাসপাতালের মাধ্যমে প্রতারণার শিকার না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানালেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার সকালে, আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।

আজ সকালে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় নেতারা মশার আবাসস্থল ধ্বংসসহ সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন মানুষের কাছে।

এর আগে, এক আলোচনায় ওবায়দুল কাদের বলেন, সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা একসঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করছে। দলও এরসাথে যুক্ত হয়েছে। মশা নিধনে যাতে কার্যকর ওষুধ প্রয়োগ করা যায়, সেজন্য নতুন ওষুধ আসা পর্যন্ত সবাইকে ধৈর্য্য ধরতে হবে। এ সময় সারা দেশে তৃণমূল পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও জানান ওবায়দুল কাদের।

এদিকে, সকালে এফডিসিতে চলচ্চিত্র কলাকুশলীদের সাথে পরিচ্ছন্নতা ও মশকমুক্ত অভিযানে অংশ নেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় ডেঙ্গু আক্রান্তদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া, সকালে উত্তরার আজমপুরে নওয়াব হাবিবুল্লাহ বাহার স্কুল অ্যান্ড কলেজে ডেঙ্গু মশা বিষয়ে সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন উত্তরের মেয়র আতিকুল হক। ডেঙ্গু মশা নিধনের জন্য ২/১ দিনের মধ্যে নতুন ওষুধের নমুনা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।

পরে উত্তরার বিভিন্ন বাসাবাড়ি ও নার্সারিতে সচেতনতা কার্যক্রম চালান মেয়র।

আরও পড়ুন

মক্কায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি। বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘট...

'মশা নিধন অভিযানে বাধা দিলে ব্যবস্থা'

এডিস মশার লার্ভা নিধনে বাসাবাড়িতে অভিযানের সময় বাধা দিলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বুধবার বিকেলে, গু...

'বিএনপি-জামায়াতের মদদেই গ্রেনেড হামলা'

বিএনপি-জামায়াতের মদদেই ২১শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রাজনৈতিক সভায় যুদ্ধের অস্ত্র গ্রেনেড হামলা নজিরবিহীন।&n...

খালেদাকে মুক্ত করতে নতুন লড়াইয়ে 'খালেদার স্কুটি সঙ্গী'

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোথাও গেলে তার গাড়িবহরের সঙ্গে স্কুটি নিয়ে থাকতেন ডালিয়া রহমান।বিএনপির নেতাকর্মীদের কাছে ‘খালেদার স্কুটি সঙ্গী’ হিসেবে...