DBC News
ঢাবিতে নীল দলের উপাচার্য প্যানেল চূড়ান্ত

ঢাবিতে নীল দলের উপাচার্য প্যানেল চূড়ান্ত

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচন চূড়ান্ত হবে। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল তাদের ভিসি প্যানেল চূড়ান্ত করেছে। প্যানেলে মনোনয়নে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের চেয়ে বেশি ভোট পেয়েছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

মঙ্গলবার, সন্ধ্যা ছয়টার দিকে আওয়ামীপন্থী শিক্ষকদের বৈঠকে তিন সদস্যের প্যানেল চূড়ান্ত হয়। প্যানেলে মনোনয়ন চূড়ান্ত হওয়া নীল দলের তিনজন হলেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এস এম মাকসুদ কামাল।

আওয়ামীপন্থী উপাচার্য প্যানেলে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ পেয়েছেন ৪২ ভোট, উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান ৩৬ ভোট ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এস এম মাকসুদ কামাল ৩০ ভোট পেয়ে প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত হয়েছেন।

বুধবার বিকেল সাড়ে ৩টায়, বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে প্রায় ছয় বছর পর প্যানেলের মাধ্যেম নির্বাচিত উপাচার্য পেতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

২০১৩ সালের ২৪শে আগস্ট সিনেটে প্যানেল নির্বাচনের মাধ্যমে আচার্যের মনোনয়নে উপাচার্যের দায়িত্ব নেন অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। চার বছরের মেয়াদ শেষে ২০১৭ সালে আবারো উপাচার্য প্যানেল নির্বাচন হয়।

তবে, আওয়ামীপন্থী নীল দলের শিক্ষকদের একটি অংশের বিরোধীতার ফলে উপাচার্য প্যানেল নির্বাচন উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত, বিষয়টি অমীমাংসিত থেকেই বর্তমান উপাচার্য ড. আখতারুজ্জামানকে সাময়িকভাবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

২০১৭ সালের ৪ঠা সেপ্টেম্বর নিয়োগ পাওয়ার পর প্রায় দুই বছর দায়িত্ব পালন শেষে উপাচার্য নির্বাচনের উদ্যোগ নিয়েছেন অধ্যাপক ড. আখতারুজ্জামান। ১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের ১১ (১) ধারা অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

সব প্রাথমিক বিদ্যালয়ে এক বেলা খাবার নিশ্চিতের লক্ষ্যে 'জাতীয় স্কুল মিল নীতি' অনুমোদন

পর্যায়ক্রমে ২০২৩ সালের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এক বেলা খাবার নিশ্চিত করার লক্ষ্যে ‘জাতীয় স্কুল মিল নীতি ২০১৯’ এর খসড়...

ট্রেনে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর কমলাপুরে একটি ট্রেনের ভেতর থেকে এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।   বিস্তারিত আসছে...

সব প্রাথমিক বিদ্যালয়ে এক বেলা খাবার নিশ্চিতের লক্ষ্যে 'জাতীয় স্কুল মিল নীতি' অনুমোদন

পর্যায়ক্রমে ২০২৩ সালের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এক বেলা খাবার নিশ্চিত করার লক্ষ্যে ‘জাতীয় স্কুল মিল নীতি ২০১৯’ এর খসড়...

‘আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সভাপতি (ভিপি) নুরুল হক দাবি করেছেন, ভিপি হবার পর পাঁচবার তাকে হামলা করেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এজন্য...