DBC News
নিয়ম মানছে না গণস্বাস্থ্য মেডিকেল কলেজ

নিয়ম মানছে না গণস্বাস্থ্য মেডিকেল কলেজ

এমবিবিএস ও বিডিএস কোর্সের অনুমোদন না থাকলেও, দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি করানোর অভিযোগ উঠেছে সাভারের গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। এখানে অধ্যয়নরত বিভিন্ন ব্যাচের দুইশতাধিক শিক্ষার্থীর মিলছে না বিএমডিসির রেজিস্ট্রেশন। ফলে ক্লাস ছেড়ে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনা নীতিমালা অনুযায়ী–বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্স চালু রাখতে হলে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হতে হবে। তবে এ নির্দেশনা উপেক্ষা করে নিজেরাই এমবিবিএস ও বিডিএস কোর্স ও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল। 

নিয়ম না মানায় সম্প্রতি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস কোর্সকে অবৈধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।  পাশাপাশি এই মেডিকেল কলেজের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বন্ধ করে দেয় বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিএমডিসি। এতে ডাক্তারি পড়া শেষ করলেও কোথাও চিকিৎসা সেবা দিতে পারবেন না এখানকার সনদধারীরা। 

উপায় না দেখে ক্লাস ছেড়ে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, নিজ স্বার্থ বজায় রাখতে প্রতারণার আশ্রয় নিচ্ছেন সমাজভিত্তিক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

তবে দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফরিদা আদিব খানম। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে তাদের বিশ্ববিদ্যালয়ে আসার জন্য আশ্বস্ত করেছে। এটি বাংলাদেশের একমাত্র মেডিকেল কলেজ, যেটি কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে আছে যা থাকতে পারে না।

এ ধরনের পরিস্থিতি এড়াতে মেডিকেল কলেজে ভর্তির সময় শিক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভারপ্রাপ্ত ডীন অধ্যাপক বশির আহমদ বলেন, ইতিমধ্যেই যারা শেষ বর্ষে উঠেছে এবং ইন্টার্নির জন্য আবেদন করেছে সেই সব শিক্ষার্থীর জীবনে যাতে কোন ক্ষতি না হয় এবং তারা যাতে ডাক্তারি পাশ করতে পারে সেজন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারকে এগিয়ে আসা উচিত।

আরও পড়ুন

সব প্রাথমিক বিদ্যালয়ে এক বেলা খাবার নিশ্চিতের লক্ষ্যে 'জাতীয় স্কুল মিল নীতি' অনুমোদন

পর্যায়ক্রমে ২০২৩ সালের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এক বেলা খাবার নিশ্চিত করার লক্ষ্যে ‘জাতীয় স্কুল মিল নীতি ২০১৯’ এর খসড়...

ট্রেনে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর কমলাপুরে একটি ট্রেনের ভেতর থেকে এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।   বিস্তারিত আসছে...

সব প্রাথমিক বিদ্যালয়ে এক বেলা খাবার নিশ্চিতের লক্ষ্যে 'জাতীয় স্কুল মিল নীতি' অনুমোদন

পর্যায়ক্রমে ২০২৩ সালের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এক বেলা খাবার নিশ্চিত করার লক্ষ্যে ‘জাতীয় স্কুল মিল নীতি ২০১৯’ এর খসড়...

‘আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সভাপতি (ভিপি) নুরুল হক দাবি করেছেন, ভিপি হবার পর পাঁচবার তাকে হামলা করেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এজন্য...