DBC News
ব্রিটিশ এমপি রোশনারা আলীকে সংবর্ধনা

ব্রিটিশ এমপি রোশনারা আলীকে সংবর্ধনা

যুক্তরাজ্যের সংগঠন জিএসসি উইরাল শাখা ও উইরাল বাংলাদেশী কমিউনিটির যৌথ উদ্যেগে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ এমপি রোশনারা আলীকে সংবর্ধনা দেয়া হয়েছে।

নর্থ ইংল্যান্ডের স্থানীয় এমপি, কাউন্সিলারসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। সাইফউল্লা সাঈদ এর সভাপতিত্বে এবং এনামুল হক এনাম ও রাজা মওলার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন জিএসসি উইরাল শাখা ও উইরাল বাংলাদেশী কমিউনিটি নেতারা। সভায় স্বাগত বক্তব্য রাখেন জিএসসি উইরাল শাখার চেয়ারপার্সন কয়ছর মিয়া। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় এমপি অ্যাঞ্জেলা ইগল, জিএসসি’র সেন্ট্রাল চ্যারেটি কর্ডিনেটর মনছব আলী জেপিসহ বিভিন্ন কমিউনিটির লেবার দলের নেতারা। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।