DBC News
শিশুকে হাসপাতাল রেখে নিরুদ্দেশ মা

শিশুকে হাসপাতাল রেখে নিরুদ্দেশ মা

সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে সাত মাসের অসুস্থ শিশুকে রেখে নিরুদ্দেশ মা।

২৫শে জুন ঠাণ্ডা জনিত রোগে আক্রান্ত সাত মাস বয়সী মেয়ে জিমকে সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায় তার মা। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানতে পারেন শিশুটি সেরিব্রাল পালসি ও নিউমনিয়ায় আক্রান্ত।

আর সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের প্রতি চারজনের একজন কথা বলতে পারে না। তিনজনের মধ্যে একজন চলাফেরা করতে পারে না। আর প্রতি দুই জনের মধ্যে একজনের বুদ্ধিহীনতা দেখা যায়। যার সবগুলো লক্ষণই রয়েছে জিমের মধ্যে।

জিমের দেখাশোনা করছেন হাসপাতালের সেবিকা, আয়া ও চিকিৎসকরা।

শিশুটিকে অনেকে আপন করে নিতে চাইলেও তার অসুস্থতার কথা শুনে ফিরে যাচ্ছেন তারা। পুলিশসহ বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করা হলেও কোন ফল হয়নি। এঅবস্থায় বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ।

অভাবের কারণেই হয়তো নিজের সন্তানকে হাসপাতালে রেখে পালিয়ে গেছেন, এমনটা মনে করছেন চিকিৎসকরা। তবে, সব কিছুর পরেও ভালো থাকুক শিশু জিম। ফিরে পাক মায়ের কোল এমন প্রত্যাশা তাদের।

 

আরও পড়ুন

বাবা-মাকে বেঁধে রেখে মেয়েকে গণধর্ষণ

মামলা তুলে না নেয়ায় চুয়াডাঙ্গার নতিডাঙ্গায় বাবা-মাকে বেঁধে রেখে মেয়েকে গণধর্ষণ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ১ জনকে।   বিস্তারিত আসছে...

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে যাত্রীদের ভীড়, নেই যানবাহনের চাপ

ঈদের ছুটি শেষে রবিবার প্রথম কর্মদিবসেও কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট হয়ে ঢাকাসহ কর্মস্থলমুখো যাত্রীদের ভীড় রয়েছে। আকাশ মেঘলা থাকায় লঞ্চ ও স্পীডবোটের সাথে ফেরিতেও যাত...

মিনিস্টার্স ন্যাশনাল অ্যাওয়ার্ডপ্রাপ্ত হাসপাতালের সেবা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

২০১৮ সালে জেলা পর্যায়ে সেরা নির্বাচিত হওয়ায় হেলথ মিনিস্টার্স ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল। গত এক বছরের কার্যক্রম যাচাইয়ের মাধ্যমে প...

মুগদায় ১৫ ডাক্তার ২২ নার্সের ডেঙ্গু

রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পনেরো জন চিকিৎসক এবং বাইশ জন নার্স ডেঙ্গু জ্বরে আক্রান্ত। আরো পাঁচজন নার্স ভুগছেন জ্বরে।  লোকবল সংকটের ওপর চিকিৎ...