DBC News
শিশু জারিফকে চিঠি পাঠালেন জেসিন্ডা

শিশু জারিফকে চিঠি পাঠালেন জেসিন্ডা

নিউজিল্যান্ডে প্রবাসী এক বাংলাদেশি দম্পতির পাঁচ বছরের সন্তান হামিদ আবরার জারিফকে নিজের ছবি সম্বলিত চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন।

গেল মাসে দেশটির পার্লমেন্টের নির্বাহী কার্যালয় 'বি-হাইভে' বেড়াতে গেলে বাবা-মায়ের কাছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখার করার আগ্রহ প্রকাশ করে শিশু হামিদ আবরার জারিফ। পরে বিষয়টি জানিয়ে প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেনকে জারিফের ছবিসহ ইমেইল করেন তার বাবা। 

জবাবে জারিফের ঠিকানায় একটি চিঠি পাঠান প্রধানমন্ত্রী জেসিন্ডা। চিঠিতে জারিফের সাথে দেখা না হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। এছাড়া, স্বাক্ষর করা নিজের একটি ছবিও চিঠিতে পাঠান তিনি।