DBC News
সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১৫

সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১৫

তুরস্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ২০ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে, তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলের রাজধানী ভান থেকে ওঁজাইপ যাওয়ার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম এনটিভি জানায়, বেশ কয়েকজন অবৈধ অভিবাসীকে নিয়ে একটি মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওঁজাইপের পাহাড়ি সড়ক থেকে নিচে পড়ে যায়। এতে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের ১৫ জন অবৈধ অভিবাসীর মৃত্যু হয়। আহতদের আশপাশের হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। 

গত কয়েক বছরে মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় সংঘাত ও দারিদ্র্য থেকে পালিয়ে, ১০ লাখেরও বেশি অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী ইউরোপে ঢুকতে তুরস্ক পাড়ি দিয়েছে।