DBC News
ব্যাগে মিলল শিশুর কাটা মাথা; গণপিটুনিতে যুবক নিহত

ব্যাগে মিলল শিশুর কাটা মাথা; গণপিটুনিতে যুবক নিহত

নেত্রকোণা শহরের নিউ টাউন এলাকায় অজ্ঞাত পরিচয় এক যুবক গনপিটুনীতে নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ১টার দিকে নিউটাউন পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এক শিশুর কাটা মাথা ব্যাগে নিয়ে ঘোরাফেরা করছিল ওই যুবক।

উদ্ধার করা কাটা মাথাটির পরিচয় পাওয়া গেছে। সজীব নামে ৭ বছর বয়সী শিশুটির বাবার নাম রইছ উদ্দিন, পেশায় তিনি রিক্সাচালক। 

পুলিশ জানায়, শহরের নিউটাউন এলাকায় কাটা মাথাটি ব্যাগে নিয়ে ঘোরাফেরা করছিল ওই যুবক। তার হাত থেকে ব্যাগটি পড়ে যায় এবং ব্যাগের ভেতর থেকে শিশুর কাটা মাথাটি বেরিয়ে আসে। সেখানে উপস্থিত লোকজন সেটা দেখে ফেলে এবং পিটিয়ে হত্যা করে ওই যুবককে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

এদিকে, স্থানীয়রা জানান, শিশু সজিব জেলার কাটলী এলাকার রিকশাচালক রইছ উদ্দিনের ছেলে। সকালে আইসক্রিম খেতে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল সে। 

নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাটা মাথা ও যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।