DBC News
অ্যানিমেশন স্টুডিওতে 'নাশকতার' আগুনে প্রাণ হারালেন ২৬ জন

অ্যানিমেশন স্টুডিওতে 'নাশকতার' আগুনে প্রাণ হারালেন ২৬ জন

জাপানের কিয়োটোর একটি অ্যানিমেশন স্টুডিওতে 'নাশকতার' আগুনে প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন আরও অর্ধশত মানুষ। আজ বৃহস্পতিবার, স্থানীয় সময় সকালে দেশটির পশ্চিমাঞ্চলের কিয়োটোয় এ আগুনের ঘটনা ঘটে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, কিয়োটোর অ্যানিমেশন স্টুডিওতে আগুন লাগার ঘটনায় অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন।

দেশটির গণমাধ্যম জানায়, অ্যানিমেশন স্টুডিওতে তরল দ্রব্য ছিটানোর পর এক ব্যক্তি এতে আগুন ধরিয়ে দেন। পরে, ৪১ বছর বয়সী ওই ব্যক্তিকে স্টুডিও থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।

কিয়োটো আঞ্চলিক পুলিশের মুখপাত্র বলেন, 'এক ব্যক্তি স্টুডিও লক্ষ্য করে তরল দাহ্য পদার্থ নিক্ষেপ করলে সেখানে আগুনের সূত্রপাত হয় এবং তা চারদিকে ছড়িয়ে পড়ে।'

ঘটনাস্থল থেকে কয়েকটি ছুরি উদ্ধার করা হয়েছে। কয়েকটি বিস্ফোরণের পরই অ্যানিমেশন স্টুডিও'র ভবন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।