DBC News
হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান-গল্পের “জোছনার ফুল”

হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান-গল্পের “জোছনার ফুল”

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭ম মৃত্যুবার্ষিকী ১৯শে জুলাই। হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গানওয়ালা প্রকাশ করেছে “জোছনার ফুল” শিরোনামে গান-গল্প। জোছনার ফুল গান-গল্পে কন্ঠ দেন অনিন্দিতা রায় ও রাজিবুল ইসলাম। কাজটি সর্ম্পকে বাচিক শিল্পী রাজীবুল ইসলাম বলেন।

হুমায়ূন আহমেদকে বলা হয় পাঠক তৈরির কারিগর, কেউ কেউ বলেন গল্পের জাদুকর। জীবনের বিভিন্ন পর্যায়ে হওয়া অভিজ্ঞতা, জীবনদর্শন এবং জীবনোপলব্ধি যে পরবর্তিতে তাঁর সৃষ্টিশীল কাজে রসদ যুগিয়েছে তা তাঁর স্মৃতিচারণমূলক লেখাগুলো পড়লেই বোঝা যায়। শুধু তাই না, এ গল্পগুলো পড়লে প্রায়ই আমরা মিল খুজে পাই নিজেদের জীবনে ঘটে যাওয়া একই ধরনের অসংখ্য অভিজ্ঞতার সাথে। ঠিক তখনই এক অদ্ভুত যোগাযোগ তৈরি হয় লেখকের মননের সাথে। যে লেখক ব্যাক্তিগত জীবনে পরিচিত না, তার সাথে কোথায় যেন এক আত্মার সম্পর্ক তৈরি হয়ে যায়। আমাদের প্রজন্মের সাথে হুমায়ূন আহমদের লেখার সম্পর্কটা এমনই।

তাই যখন হুমায়ূন তার চলচ্চিত্রের জন্য লেখা গানে জোছনার আলো নিয়ে লেখেন ‘হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না, আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না’- তখন আমি এর মিল খুঁজে পাই ‘আমার ছেলেবেলা’ তে দেয়া তার এক বর্ণনায় যেখানে তিনি বলেন, “এক গভীর রাতে ঘুম ভেঙ্গে গিয়েছিল, দেখি মশারীর ভেতর ঠিক আমার চোখের সামনে আলোর একটা ফুল ফুটে আছে।  আমি হাত বাড়াতেই সেই আলোর ফুল আমার হাতে উঠে এলো কিন্তু ধরা পড়ল না। বাকি রাত আমার নির্ঘুম কাটল। কতবার সেই ফুল ধরার চেষ্টা করলাম- পারলাম না।”

সে গানের কয়েকটি কলি এবং স্মৃতিচারণের বর্ণনা একসাথে উপস্থাপন করে প্রিয় লেখককে স্মরণ করার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তাঁর মৃত্যুবার্ষিকীতে এভাবেই আমরা তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলী।

আরও পড়ুন

বাংলা‌দে‌শের চল‌চ্চি‌ত্রে সা‌নি লিওনি

প্রথমবা‌রের ম‌তো ঢালিউ‌ডের এক‌টি চল‌চ্চি‌ত্রের আইটেম গা‌নে পারফর্ম কর‌বেন ব‌লিউড তারকা সা‌নি লিওনি। এক ভি&zwn...

শিল্পকলায় 'রাত ভরে বৃষ্টি'

দাম্পত্য জীবনের নানান জটিল সমীকরণ নিয়ে বুদ্ধদেব বসুর উপন্যাস 'রাত ভরে বৃষ্টি'। উপন্যাসটিকে এবার নাট্যরূপ ও নির্দেশনা দিয়ে মঞ্চায়িত করলো আপস্টেজ নাট্যদল। শিল্পকল...

শিল্পকলায় 'রাত ভরে বৃষ্টি'

দাম্পত্য জীবনের নানান জটিল সমীকরণ নিয়ে বুদ্ধদেব বসুর উপন্যাস 'রাত ভরে বৃষ্টি'। উপন্যাসটিকে এবার নাট্যরূপ ও নির্দেশনা দিয়ে মঞ্চায়িত করলো আপস্টেজ নাট্যদল। শিল্পকল...

কবি শামসুর রাহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী

কবি শামসুর রাহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ১৭ই আগস্ট মারা যান আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান এই কবি।  প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান, দ্...