DBC News
মুম্বাইয়ে ভবনধসে নিহত ৪ জন

মুম্বাইয়ে ভবনধসে নিহত ৪ জন

ভারতের মুম্বাইয়ে চারতলা একটি ভবন ধসে নিহত হয়েছে অন্তত চারজন। ধ্বংসস্তুপের নিচ থেকে আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তুপের নিচে ৪০ জনেরও বেশি মানুষ আটকে পড়েছে।

মঙ্গলবার, মুম্বাইয়ের ডোঙ্গরির কাছে এ দুর্ঘটনা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী। এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে আচমকাই চারতলা ভবনের একাংশ ভেঙে পড়ে।

পরে ধীরে ধীরে পুরো প্রায় ১০০ বছর পুরোনো ভবনটি ধসে পড়ে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, সংকীর্ণ রাস্তা হওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। এনডিটিভি জানিয়েছে, ধ্বংসস্তুপের নিচে ১৫টি পরিবার আটকে পড়েছে।