DBC News
মালয়েশিয়ার কাছে ৬-০ তে হেরেছে বাংলাদেশ

মালয়েশিয়ার কাছে ৬-০ তে হেরেছে বাংলাদেশ

এশিয়ান ইনডোর হকিতে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৬-০ গোলে হেরেছে বাংলাদেশ। সোমবার সকালে থাইল্যান্ডের চোনবুরি ফিজিক্যাল ইনডোর জিমনেশিয়ামে মালয়দের মোকাবেলা করে শিতুল জিমিরা।

বাংলাদেশের কাছে নতুন এই ফরমেটের ম্যাচে মালয়েশিয়ার ইয়াকুব ২টি, মোহাম্মদ ফরিদজুল ২টি, শিলো এবং ওমর করেন একটি করে গোল। মঙ্গলবার একই ভেন্যুতে স্থানীয় সময় বিকেল ৩টায় বর্তমান চ্যাম্পিয়ন ইরানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৭ দিনের টুর্ণামেন্টে নারীদের বিভাগে ১০টি ও পুরুষদের বিভাগে ১০টি দল অংশ নিচ্ছে। 

বাংলাদেশের গ্রুপে মালয়েশিয়া, ইরান ছাড়াও প্রতিপক্ষ হিসেবে রয়েছে থাইল্যান্ড ও ফিলিপাইন।