DBC News
সুইডেনে বিমান বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত

সুইডেনে বিমান বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত

সুইডেনের উত্তরাঞ্চলীয় উমেয়ায় বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৯ আরোহী নিহত হয়েছেন। রবিবার রাতে, একটি দ্বীপের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, দেশটির উমেয়া বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় বিমানটি। আর, বিমানের যাত্রীরা একটি স্কাই ডাইভিং ট্রিপে যাচ্ছিল বলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র।

নিহতদের সকলেই সুইডেনের নাগরিক। সুইডিশ রাজা কার্ল ষোড়শ গুস্তাভ এ ঘটনায় দেয়া এক বিবৃতিতে, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

এদিকে, সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন জানান, কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা জানতে তদন্ত চলছে।