DBC News
ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন সাজেদা ও মার্জিয়া

ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন সাজেদা ও মার্জিয়া

গত ২ জুলাই বাফুফের ক্যাম্পে থাকা অবস্থায় জ্বরে আক্রান্ত হন দুজনেই। কোচের পরামর্শে ঢাকাতেই রক্ত পরীক্ষা করা হয়, তবে রিপোর্ট আসার আগেই তারা চলে যান গ্রামের বাড়ি ময়মনসিংহে। রিপোর্ট পাওয়ার পর জানা যায় তাদের রক্তে ডেঙ্গুর জীবাণু রয়েছে।

প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ ভর্তি করা হয় সেখান থেকে ঢাকায় নিয়ে এসে একটি বেসরকারী হাসাপাতালে চিকিতসা দেয়া হয় মার্জিয়া আক্তার ও সাজেদা খাতুকে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সাজেদা ও মার্জিয়া। আগামী সাতদিন তাদেরকে পুর্ন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

শুক্রবার তাদেরকে বাফুফের ক্যাম্পে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন।