DBC News
এশিয়ান ইনডোর হকিতে প্রথমবার খেলবে বাংলাদেশ

এশিয়ান ইনডোর হকিতে প্রথমবার খেলবে বাংলাদেশ

প্রথমবার এশিয়ান ইনডোর হকি টুর্নামেন্ট খেলতে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ। ভিসা জটিলতায় একদিন দেরিতে যাচ্ছে দল। ১৫ জুলাই আসরের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষে মালয়েশিয়া।

ভিসা পেতে একদিন দেরি হওয়ায় বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার থাইল্যান্ড যেতে হচ্ছে জিমি-সারোয়ারদের। মূল সমস্যা ১২ জনের স্কোয়াডে কেবল ইমরান হাসান পিন্টু ছাড়া এর আগে কেউ ইনডোরে খেলেনি। সিনথেটিক টার্ফে তাই খেলোয়াড়দের বেগ পেতে হবে। তারপরও নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী পুরো দল। 

একদিন দেরি হওয়ায় খুব বেশি বিশ্রামও পাচ্ছে না বাংলাদেশ। শনিবার ১৪ জুলাই থেকেই ব্যাংককে শুরু এশিয়ান ইনডোর হকি টুর্নামেন্ট। পুল ‘এ’ তে মালয়েশিয়া ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড, শক্তিশালী ইরান ও ফিলিপাইন। ১৮ জুলাই স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ।