DBC News
পদ্মাসেতুতে মাথা লাগছে; গুজব ছড়ানোয় আটক ৪

পদ্মাসেতুতে মাথা লাগছে; গুজব ছড়ানোয় আটক ৪

'পদ্মাসেতুতে মাথা লাগছে' ফেসবুকে এমন গুজব ছড়ানোয় কুমিল্লায় একজন ও চাঁদপুরে তিনজনকে আটক করেছে র‌্যাব ও পুলিশ।

শুক্রবার ভোরে লাকসামের আশাথী গ্রাম থেকে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে হায়াতুন্নবী নামে এক যুবককে আটক করে র‌্যাব। পদ্মাসেতু নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে জনমনে আতঙ্ক তৈরি করায় তাকে আটক করা হয়। সেই সাথে তিনি ফেসবুকে সরকারবিরোধী অপপ্রচার চালিয়ে আসছিল।

এদিকে একই গুজব ছড়ানোয় চাঁদপুরে তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কালিবাড়ি ও বাগাদী গাছতলা এলাকা থেকে সাজ্জাদ গাজী, সায়েম ভূঁইয়া ও আবু খালেক রতনকে আটক করা হয়।