DBC News
মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

ঝিনাইদহে একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে এর প্রমাণও পেয়েছে পুলিশ । তবে, ঘটনার পর থেকেই পলাতক ওই শিক্ষক।

ঝিনাইদহের কোটচাঁদপুরে হাজি আলতাফ হোসেন হরিন্দিয়া মাদ্রাসায়, তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে মাঝেমধ্যেই যৌন নির্যাতন করতো শিক্ষক আবু তাহের।

একসময়, শিক্ষকের নির্যাতনের ভয়ে মাদ্রাসায় যেতে অস্বীকৃতি জানায় শিশুটি। বাবা-মা কারণ জানতে চাইলে বিস্ফোরক তথ্য দেয় সে। শিশুটির পরিবার জানায়, মাদ্রাসা কর্তৃপক্ষকে অভিযোগ করেও কোন লাভ হয়নি।

দোষী শিক্ষকের বিচার দাবি করেছেন সহকর্মী ও স্থানীয়রা ।

তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রশিদ।

এদিকে, কোটচাঁদপুর থানার ওসি ইমরান হোসেন শিক্ষক আবু তাহের আগেও নানা অসামাজিক কাজে জড়িত ছিলো বলে অভিযোগ আছে। তদন্ত করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।      

আরও পড়ুন

মিন্নির আইনি সহায়তা নিয়ে ধোঁয়াশা কাটেনি

বরগুনায় রিফাত হত্যা মামলায় স্ত্রী মিন্নিকে আইনি সহায়তা না দেয়ার বিষয়ে ধোঁয়াশা কাটেনি। তিন আইনজীবীর কাছে সহায়তা চেয়েও না পাওয়ার অভিযোগ করেছেন মিন্নির বাবা। আর সহ...

ব্যাগে মিলল শিশুর কাটা মাথা; গণপিটুনিতে যুবক নিহত

নেত্রকোণা শহরের নিউ টাউন এলাকায় অজ্ঞাত পরিচয় এক যুবক গনপিটুনীতে নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ১টার দিকে নিউটাউন পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এক শিশুর কাটা...

নুসরাত হত্যা: ৪ জনের সাক্ষ্যগ্রহণ আজ

মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষকসহ চারজনের সাক্ষ্যগ্রহণ আজ। অন্যদিকে,মাদ্রাসার বহিষ্কৃত অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ...

নুসরাত হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।  এখন সাক্ষ্য দিচ্ছেন ১৪ নম্বর সাক্ষী কাউন্সিলর শেখ আব্দুল হামিদ।  এরপর সাক্ষ্য দিবেন ১৫ নম...