DBC News
সংসদ সদস্য হাজী সেলিমের প্রতিষ্ঠানসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ

সংসদ সদস্য হাজী সেলিমের প্রতিষ্ঠানসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ

বুড়িগঙ্গা তীর দখলমুক্ত করতে পঞ্চম দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। বুধবার সংসদ সদস্য হাজী সেলিমের ব্যবসা প্রতিষ্ঠানসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়।


বুধবার সকাল থেকে বুড়িগঙ্গা তীরের বাদামতলী ও মিটফোর্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় বিআইডব্লিউটিএ। অভিযানে ভূমি ভরাটে ব্যবহৃত ড্রেজারসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় অবৈধভাবে ড্রেজার চালানোর দায়ে দুইজনকে আটক করে বিআইডব্লিউটিএ।দখলমুক্ত করা হয় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমের পাথর, সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠান। এ সময় ৬ লাখ টাকার মালামাল নিলামে বিক্রি করে বিআইডব্লিউটিএ ।

২৯শে জানুয়ারি শুরু হওয়া অভিযানে, প্রায় পাঁচ হাজার অবৈধ স্থাপনা ও একশ ১৫ একর জমি উদ্ধার করে বিআইডব্লিউটিএ।