DBC News
'বাইলেনে চলবে বৈধ রিকশা'

'বাইলেনে চলবে বৈধ রিকশা'

আপাতত বৈধ রিকশা প্রধান সড়কের বাইলেনে চলবে, তবে পর্যায়ক্রমে বন্ধ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। বুধবার দুপুরে, ডিএনসিসি নগর ভবনে রিকশা শ্রমিক-মালিকদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি।

এ সময় অবৈধ রিকশা উচ্ছেদে কমিটি গঠন, রিকশায় কিউআর কোড ব্যবস্থা, চালকদের ডাটাবেজ, ওয়ার্ড ভিত্তিক আলাদা পোশাকসহ কয়েকটি সিদ্ধান্ত বাস্তবায়নে চালকদের সহযোগিতা চান মেয়র। 

এর আগে, সকালে বঙ্গবন্ধু এভিনিউতে চলমান আন্দোলন সাময়িক স্থগিতের ঘোষণা দেয় জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগ। একই সঙ্গে, জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহষ্পতিবারের মহাসমাবেশ কর্মসূচিও স্থগিত করা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেয়া হবে বলে জানিয়েছেন তারা। পাশাপাশি মহাসড়কে কম গতিসম্পন্ন গাড়ির জন্য আলাদা লেন তৈরি করতে প্রধানমন্ত্রীর নির্দেশকে স্বাগত জানান আন্দোলনকারীরা।