DBC News
এরশাদ চোখ মেলে তাকিয়েছেন: জিএম কাদের

এরশাদ চোখ মেলে তাকিয়েছেন: জিএম কাদের

লাইফ সাপোর্টে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ চোখ মেলে তাকিয়েছেন। এমনটা জানিয়েছেন তার ভাই ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।

মঙ্গলবার দুপুরে, বনানীতে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের জানান, এরশাদের ফুসফুস ও কিডনিতে সংক্রমণ কমেছে। অন্য দিনের চেয়ে আজকে তাকে অনেকটা সুস্থ মনে হয়েছে। মাথা নাড়াচড়া করেছেন। আমি সামনে গেলে চিকিৎসকরা তাকে ডাকেন, তখন তিনি চোখ মেলে তাকান। তবে তিনি এখনো শংকামুক্ত নন।

তিনি আরও বলেন, তার প্রধান অঙ্গ-প্রত্যঙ্গগুলো এখনও ঠিকমতো কাজ করছে না। তার কিডনির পাশাপাশি লিভার ফাংশনও ভালোভাবে কাজ করছে না। রক্তে বিলিরুবিনের মাত্রাও অনেক বেশি। হজম স্বাভাবিক প্রক্রিয়ায় নেই, মোটামুটি অচল। স্যালাইনে কাজ চলছে।

তবে নতুন করে আর সংক্রমণ না হলে এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হবে বলে আশা করছেন চিকিৎসকরা বলেও জানান তিনি।

গত ২৬শে জুন গুরুতর অসুস্থ অবস্থায় এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। পরে তার ফুসফুস ও কিডনিতে সংক্রমণ ধরা পড়ে।

আরও পড়ুন

পুরান ঢাকায় ভবন ধস: ১ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার পাটুয়াটুলিতে ধসে পড়া তিনতলা ভবন থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে ভবনটির ধ্বংসস্তুপ থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার...

এবার নুসরাতের রেজাল্ট কাঁদাল স্বজন ও সহপাঠীদের

বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার হওয়া ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির আলিম পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মৃত্যুর আগে দু'টি পরীক্ষায় অংশ নিতে পারেন ন...

সশস্ত্র বাহিনীকে যুগোপযোগী করা হবে: প্রধানমন্ত্রী

দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক যুগোপযোগী করে গড়ে তোলা হবে। এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট-পিজিআর এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী...

বিএনপির সম্মেলন নিয়ে সংশয়ে নেতারা

প্রতিষ্ঠার পর কখনোই গঠনতন্ত্র মেনে সময়মতো জাতীয় সম্মেলন করতে পারেনি বিএনপি। ফলে বেশিরভাগ সময়ই মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই চলেছে দলটি। নেতারা বলছেন, দীর্ঘদিন ক্ষমত...