DBC News
বিশ্বকাপে তামিম ইকবালের পারফরমেন্সে সন্তুষ্ট বিসিবি

বিশ্বকাপে তামিম ইকবালের পারফরমেন্সে সন্তুষ্ট বিসিবি

নিজের সিদ্ধান্ত নয়, টিম প্ল্যানের অংশ হিসেবেই বিশ্বকাপে তামিম ইকবাল খেলেছেন ধীর গতির। বিশ্বকাপের ৮টি ম্যাচে এক হাফ সেঞ্চুরি ২৯ দশমিক তিন সাত গড়ে মোট রান করেছেন ২৩৫। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬২ রানের ইনিংস ছাড়া কোন ম্যাচেই তামিম ইকবাল খেলেননি নিজের স্বভাব সুলভ খেলা। বিশ্বকাপে সমর্থকদের কাছে এক হতাশার নাম তামিম।


বিশ্বকাপে তামিম ইকবালের বড় ইনিংস দল মিস করলেও, ওর পারফরমেন্সে সন্তুষ্ট বিসিবি। তামিম খারাপ খেলেছে এমন অভিযোগ মানছেন না সুজন। যদিও খালেদ মাহমুদ সুজনের কন্ঠে ভিন্ন সুর। তামিমের এমন ব্যাটিং নাকি ছিলো টিম প্ল্যানেরই অংশ।


দলের অনেক সদস্য এখনো অবকাশ যাপনে লন্ডনে থেকে গেলেও, দেশে ফিরেই অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েছেন তামিম। শ্রীলঙ্কা সফর সামনে রেখে প্রস্তুতিতে কোন ঘাটতি রাখতে চান না তামিম ইকবাল।