DBC News
ক্যালিফোর্নিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প

ক্যালিফোর্নিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প

মাত্র একদিন পরই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রিজক্রেস্টে আবারও শক্তিশালী ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার রাতে এই ভূমিকম্প অনুভূত হয়।

এর আগে, বৃহস্পতিবার রিজক্রেস্টে দুই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। পর্যবেক্ষকদের বরাতে সিএনএন জানিয়েছে, এবারের ভূমিকম্প আগেরটার থেকে ১১ গুণ বেশি শক্তি নিয়ে আঘাত হানে। ভূমিকম্পের কম্পন পার্শ্ববর্তী লস অ্যাঞ্জেলসেও অনুভূত হয়েছে।  ভূমিকম্পে বেশ কয়েকজন আহত ও কয়েকটি জায়গায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবারের ভূমিকম্পেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেইসঙ্গে, রিজক্রেস্ট শহরে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডেরও খবর মিলেছে। কেউ নিহত না হলেও আহত হয়েছে বেশ কয়েকজন। বৃহস্পতিবারের ভূমিকম্পের পর অন্তত ১৪শ' আফটার শক অনুভূত হয়েছে।