DBC News
রাজধানীতে জমে উঠেছে বৃক্ষমেলা

রাজধানীতে জমে উঠেছে বৃক্ষমেলা

রাজধানীতে চলছে মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা। দেশি বিদেশি নানান গাছের ১০৫টি স্টল স্থান পেয়েছে এবারের বৃক্ষমেলায়। তবে বিক্রেতারা জানিয়েছেন, ফুল-ফলের বাইরে এবার চাহিদা বেড়েছে সবজির চারার।

মোট আয়তনের কমপক্ষে ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন যেখানে বাংলাদেশের রয়েছে ১৭ শতাংশ। সে সব বিবেচনায় সবুজের ছোয়া সবখানে ছড়িয়ে দিতে সরকারীভাবে বিভিন্ন সময় নেয়া হয়েছে নানান উদ্যোগ। যার মধ্যে জাতীয় বৃক্ষমেলা একটি।

তবে সময়ের সাথে খানিক পাল্টেছে বনায়নের ধরণ। বর্তমানে ছাদ বাগান খানিকটা জনপ্রয়িতা পেলেও শহরের বাসা বাড়িতে বেলকোনি কিংবা বারান্দায়ও শোভা পায় বাহারি সব ফুল ও ফলের গাছ। বৃক্ষমেলায় এসবের চাহিদাই বেশি।

নানান রকমের অর্কিড, পাতাবাহার, বনসাইসহ নানান জাতের বিদেশি আমের পাশাপাশি রয়েছে কোকো ফল, ড্রাগনসহ দেশীয় পাহাড়ি অনেক ধরনের ফলের গাছ। গেল ৩ জুলাই পর্যন্ত এরই মধ্যে মেলায় বিক্রি হয়েছে প্রায় ৫ কোটি টাকা। এবারও লক্ষমাত্রার চেয়ে বেশি বিক্রির আশা করছেন বিক্রেতারা।

রোগবালাই নিরাময়ে ভেষজ গাছ-গাছড়ার ব্যবহার আদিকালের। কিন্তু কালের বিবর্তনে তার অনেকটাই আজ বিলুপ্ত প্রায়। যার কিছু কিছু দেখা মিলবে মিরপুর জাতীয় উদ্যানের স্টলে।