DBC News
রিয়াদে নজরুল একাডেমী উদ্বোধন

রিয়াদে নজরুল একাডেমী উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ছড়িয়ে দিতে সৌদি আরবের রিয়াদে নজরুল একাডেমির উদ্বোধন করা হয়েছে।

একটি কমিউনিটি সেন্টারে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের উপ-মিশন প্রধান ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, নজরুল একাডেমির যেকোনও প্রয়োজনে পাশে থাকবে দূতাবাস।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দূতাবাসের ইকোনমি মিনিষ্টার ডক্টর আবুল হাসান, প্রেস সচিব ফখরুল ইসলাম, নজরুল একাডেমীর রফিকুল ইসলামসহ আরও অনেকে। পরে নজরুল সঙ্গীত, কবিতা, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন প্রবাসী শিল্পীরা।