DBC News
ডিআইজি মিজানের ভাগ্নেও কারাগারে

ডিআইজি মিজানের ভাগ্নেও কারাগারে

দুর্নীতির মামলায় পুলিশের সাময়িক বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমানের ভাগ্নে এসআই মাহমুদুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ ইমরুল কায়েস এই আদেশ দেন। বৃহস্পতিবার দুপুরে, আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন এসআই মাহমুদুল হাসান। কিন্তু আদালত তার জামিন আবেদন নাকচ করে দেন।

এর আগে, দুদকের একই মামলায় ২ জুলাই ডিআইজি মিজানুর রহমানকে কারাগারে পাঠান ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। গত ২৪ জুন ৩ কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ২৮ লাখ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে ডিআইজি মিজানুর রহমান, তাঁর স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগনে এসআই মো. মাহমুদুল হাসানকে আসামি করে মামলা করে দুদক।