DBC News
বিক্রমপুর জেলা সমিতি ইতালির বনভোজন

বিক্রমপুর জেলা সমিতি ইতালির বনভোজন

মুন্সিগঞ্জ বিক্রমপুর জেলা সমিতি ইতালির আয়োজনে বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

ইতালি থেকে আমির হোসেন জানান, প্রবাসী বাংলাদেশিরা সপরিবারে অংশ নেন আলবা আদ্রিয়াতিকার বনভোজনে।

সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি, ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ ছাড়াও অনুষ্ঠানে অতিথি ছিলেন ধুমকেতু অর্গানাইজেশনের সত্ত্বাধিকারী নুরে আলম বাচ্চু, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, বৃহত্তর ঢাকা জেলা সমিতির সাবেক সভাপতি সেলিম।  বনভোজনে ছিল শিশু-কিশোর ও নারী-পুরুষের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্র্যাফেল ড্র।