DBC News
১৫০ বছরের পুরোনো স্টেডিয়াম এজবাস্টন

১৫০ বছরের পুরোনো স্টেডিয়াম এজবাস্টন

ইংল্যান্ডের প্রায় দেড়শো বছরের পুরনো স্টেডিয়াম এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ড। ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামেই বিশ্বকাপের ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে তিনটায়।এজবাস্টন স্টেডিয়াম বা এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ড। ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টনে ১৮৮২ সালে যার  প্রতিষ্ঠা। ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের এই মাঠের টেস্ট অভিশেক ১১৭ বছর আগে। এরপর ১৯৭২ সালে ওয়ানডের প্রচলনও শুরু এখানে। ২৫ হাজার দর্শকধারন ক্ষমতার স্টেডিয়াম ক্রিকেটের কত গৌরব, রেকর্ড আর কত ঘটন- অঘটনের স্বাক্ষী।


লারার অনন্য রেকর্ড ছাড়াও ক্রিকেটের আরো কত স্মৃতি জড়িয়ে এখানে। যেমন ১৯৯৯ বিশ্বকাপের সেমিফাইনাল। এই মাঠেইতো অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ বলে এক নিতে না পারার আক্ষেপ সাউথ আফ্রিকার। এমন ফাইনাল মিসের দীর্ঘশ্বাস এই ভেন্যু দিয়েছে বাংলাদেশকেও। সেটা অবশ্য চ্যাম্পয়ন্স ট্রফি। গেল আসরে প্রথমবার আইসিসি ইভেন্টের সেমিতে উঠে এজবাস্টনে ভারতের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল টাইগাররা। বিশ্বকাপে এই মাঠে খেলা দু ম্যাচেও ইংল্যান্ড, সাউথ আফ্রিকার সামনে দাড়াতে পারেনি বাংলাদেশ।

২০১৭ সালে টেস্ট ইতিহাসের প্রথম ডে নাইট ম্যাচ; ইংল্যান্ড- ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আয়োজকও এজবাস্টন। ইংল্যান্ডের সব ভেন্যুর মতো ইতিহাস, ঐতিহ্য ধরে রাখার নজির আছে এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে। বিশ্বকাপের পরপরই অ্যাশেজের পর্দা উঠবে এই ভেন্যু থেকে।

আরও পড়ুন

নতুন ক্রিকেটার তুলে আনতে হবে : ডোমিঙ্গো

আন্তর্জাতিক ক্রিকেটের পাওয়ার হাউজ বাংলাদেশ। স্কোয়াডে আছে বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় যারা দারুন প্রতিভাবান। চ্যালেঞ্জ জানাতে জানে জুনিয়ররাও। ক্রিকেট বিষয়ক ওয়েবসাই...

টাইগার কোচিং স্টাফের ৭ জনের ৪ জনই দক্ষিণ আফ্রিকার

রাসেল ডোমিঙ্গো হেড কোচের দায়িত্ব পাওয়ায় এখন টাইগারদের কোচিং প্যানেলে আধিপত্য দক্ষিণ আফ্রিকানদের। প্রধান কোচসহ মোট চারজনই এখন প্রোটিয়া কোচিং স্টাফ। বাংলাদেশের প্...

ডাক পেলেন শফিউল ইসলাম

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে শফিউল ইসলামকে ডেকেছে বাংলাদেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার ১৫তম সদস্য হিসেবে ২৯ বছর বয়সী এই পেসারকে দলে নেয়া...

ফাইনালে সিদ্ধান্ত ভুল ছিলো: ধর্মসেনা

বিশ্বকাপ ফাইনালে ৬ রান দেবার ভুল সিদ্ধান্তের কথা স্বীকার করলেন আম্পায়ার কুমার ধর্মসেনা। ভুল স্বীকার করলেও বলেছেন এর জন্য কোন অনুশোচনা নেই তার। এদিকে ওয়েস্ট ইন্ড...