DBC News
টাইগাররা গর্জে উঠতে পারে: মত ভারতীয়দের

টাইগাররা গর্জে উঠতে পারে: মত ভারতীয়দের

বিশ্বকাপে এ মুহূর্তে বাংলাদেশ-ভারত ম্যাচের গুরুত্ব বেশ। পয়েন্ট টেবিলের দিকে তাকালেই প্রমাণ মেলে তার।

বিশ্বকাপে কখনই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তবে বাংলাদেশের কাছে হেরেছে ভারত। এ কারণেই মেগা ইভেন্টে সবসময় বাড়তি সতর্ক থাকে টিম ইন্ডিয়া। তাই সমর্থকদের কাছে ম্যাচও হয়ে ওঠে আকর্ষণীয়। 

ভারত-পাকিস্তান ম্যাচের সেই জৌলুস এখন আর নেই। বিশ্বকাপের ময়দানে অন্তত ভারতের একতরফা দাপটে ফিকে অতীতের মহাকাব্যিক দ্বৈরথ। অনেকেই এখন বলতে শুরু করছে এই দুই চিরশত্রু দেশের লড়াই ছাপিয়ে বাংলাদেশ- ভারত ক্রিকেট ম্যাচই বেশি রোমাঞ্চ জাগানিয়া।

এখনকার সময়ে টিম ইন্ডিয়ার মুখোমুখি টাইগাররা যতবার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দু দেশের মিডিয়ায়ও কথার লড়াই জমে উঠে বেশ।

কিন্তু ভার্চুয়াল জগত থেকে বেরিয়ে বাস্তব জরিপে দেখা গেল বেশিরভাগ ভারতীয় ক্রিকেট ফ্যানের কাছেই ভারত-পাকিস্তান লড়াইটাই 'মোস্ট এক্সাইটিং'। যার ধারে কাছে তারা রাখতে চায় না আর কিছু।

ক্রিকেট প্রেমীদের দের কথায়, 'ইদানিং বাংলাদেশ-ইন্ডিয়া ম্যাচ খুবই উত্তেজনা ছড়াচ্ছে। তবে, এটা ঠিক যে চিরপ্রতিদ্বন্দ্বী বলতে সেই পাকিস্তানকেই মনে করি আমরা।' এরেকজন বলেন, 'আমি বলবো ভারত যদি একশতে ষাট পায় তাহলে বাংলাদেশ পায় চল্লিশ।' 

বাংলাদেশকে প্রিয় শত্রুর তকমা না দিলেও ভারতীয় এই ক্রিকেট ভক্তরা সবাই মানে টাইগাররা গর্জে উঠতে পারে যে কোন সময়। হারাতে পারে যে কোন দলকে। তবে নিজেদের সঙ্গে খেলায় বেশির ভাগই আবার এগিয়ে রাখছে ভারতকেই।

আরও পড়ুন

নতুন ক্রিকেটার তুলে আনতে হবে : ডোমিঙ্গো

আন্তর্জাতিক ক্রিকেটের পাওয়ার হাউজ বাংলাদেশ। স্কোয়াডে আছে বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় যারা দারুন প্রতিভাবান। চ্যালেঞ্জ জানাতে জানে জুনিয়ররাও। ক্রিকেট বিষয়ক ওয়েবসাই...

টাইগার কোচিং স্টাফের ৭ জনের ৪ জনই দক্ষিণ আফ্রিকার

রাসেল ডোমিঙ্গো হেড কোচের দায়িত্ব পাওয়ায় এখন টাইগারদের কোচিং প্যানেলে আধিপত্য দক্ষিণ আফ্রিকানদের। প্রধান কোচসহ মোট চারজনই এখন প্রোটিয়া কোচিং স্টাফ। বাংলাদেশের প্...

ডাক পেলেন শফিউল ইসলাম

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে শফিউল ইসলামকে ডেকেছে বাংলাদেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার ১৫তম সদস্য হিসেবে ২৯ বছর বয়সী এই পেসারকে দলে নেয়া...

ফাইনালে সিদ্ধান্ত ভুল ছিলো: ধর্মসেনা

বিশ্বকাপ ফাইনালে ৬ রান দেবার ভুল সিদ্ধান্তের কথা স্বীকার করলেন আম্পায়ার কুমার ধর্মসেনা। ভুল স্বীকার করলেও বলেছেন এর জন্য কোন অনুশোচনা নেই তার। এদিকে ওয়েস্ট ইন্ড...