DBC News
শিল্পকলা একাডেমিতে জাতীয় চারুকলা প্রদর্শনী শুরু

শিল্পকলা একাডেমিতে জাতীয় চারুকলা প্রদর্শনী শুরু

সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয় চারুকলা প্রদর্শনী দেশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ আয়োজন। পহেলা জুলাই সোমবার থেকে শুরু হচ্ছে ২৩তম জাতীয় চারুকলা প্রদশর্নী। বিকাল ৫টায় প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠান শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম প্রদর্শনীটির উদ্বোধন ও বিজয়ী শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

এবারের জাতীয় চারুকলা প্রদশর্নীতে স্থান পাচ্ছে ৩১০ জন শিল্পীর ৩২২টি শিল্পকর্ম। ৮টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। একটি শ্রেষ্ঠ পুরস্কার, যার আর্থিক মূল্যমান ২ লাখ টাকা ও চারটি বিভাগীয় চিত্রকলা, ভাস্কর্য, ছাপচিত্র, নিউমিডিয়া সম্মানসূচক পুরস্কার প্রদান করা হবে, যেগুলোর প্রতিটির আর্থিক মূল্যমান ১ লাখ টাকা। এছাড়া বেঙ্গল ফাউন্ডেশন পুরস্কার, দীপা হক পুরস্কার ও চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন পুরস্কার প্রদান করা হবে। রবিবার শিল্পকলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

জাতীয় চারুকলা প্রদর্শনীর আয়োজন প্রথমবারের মতো শুরু হয় ১৯৭৫ সালে। চলতি বছরের আসরে চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, কারুশিল্প, স্থাপনা ও ভিডিও আর্ট মাধ্যমের শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীটি চলবে ২১ জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

আরও পড়ুন

হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান-গল্পের “জোছনার ফুল”

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭ম মৃত্যুবার্ষিকী ১৯শে জুলাই। হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গানওয়ালা প্রকাশ করেছে “জোছনার ফুল”...

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী আলাউদ্দিন আলীর শারীরিক অবস্থার উন্নতি

প্রায় ৩ মাস ৯ দিন চিকিৎসা শেষে সাভারে সিআরপি হাসপাতাল থেকে বাসায় যাওয়ার জন্য ছাড়পত্র দেয়া হয়েছে কিংবদন্তি সুরকার ও জাতীয় চলচিত্র পুরস্কারজয়ী সঙ্গীত পরিচালক আলাউ...

হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান-গল্পের “জোছনার ফুল”

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭ম মৃত্যুবার্ষিকী ১৯শে জুলাই। হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গানওয়ালা প্রকাশ করেছে “জোছনার ফুল”...

নাটক 'মাধুরীর বিয়ে'

শিল্পকলায় মঞ্চায়িত হলো নাট্য সংগঠন খেয়ালী নাট্যগোষ্ঠীর নাটক 'মাধুরীর বিয়ে'। এ কে এ কবীরের রচনায় এবং আহসানুল হক খোকনের নির্দেশনায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্ট...