DBC News
বৃষ্টলে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

বৃষ্টলে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

ইউনাইটেড ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন ও টিম ব্রিষ্টল ব্যাডমিন্টন ক্লাবের যৌথ আয়োজনে বৃষ্টলে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইউ ডাব্লিউ ই স্পোর্টস গ্রাউন্ডে এই টুর্নামেন্ট হয়।

জাবেদ রহমান এর সভাপতিত্বে খালেদ মিয়া রুমান ও মাসুমুল হক কামালী টুর্নামেন্ট পরিচালনা করেন। এতে, উপস্থিত ছিলেন মিজানুর রহমান তানভির, আমিনুল ইসলাম মামুন, আব্দুল নুর জয়নাল, জুনাব আলী, এনামুল হক চৌধুরী, ফকরুল আলী, জিয়াউল হক।

তিনটি ক্যাটাগরিতে সমগ্র ব্রিটেন থেকে ৯০টিরও বেশি দল এ ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করে।