DBC News
জালালাবাদ অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান

জালালাবাদ অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান

সিলেটের ঐতিহ্যবাহী সমাজ কল্যাণ সংস্থা জালালাবাদ অ্যাসোসিয়েশনের অভিষেক ও ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।

সাগর চৌধুরী জানান, ১৪ই জুন শুক্রবার রিয়াদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন, অ্যাসোসিয়েশনের সভাপতি কাপ্তান হোসেন, প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত গোলাম মসীহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুতাবাসের মিশন উপ-প্রধান ড. নজরুল ইসলাম, আ ক ম রফিকুল ইসলাম, ড. রেজাউল করিম, এম আর মাহবুব। এছাড়া আরো বক্তব্য রাখেন, আব্দুর রহমান চৌধুরীসহ আরও অনেকে।

পরে, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় প্রাবাসী শিল্পীরা।