DBC News
'বিদ্রোহীদের সমর্থন দেয়া নেতাদের শাস্তির আওতায় আনা হবে'

'বিদ্রোহীদের সমর্থন দেয়া নেতাদের শাস্তির আওতায় আনা হবে'

গেল উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দেয়া আওয়ামী লীগ নেতাদের শাস্তির আওতায় আনার প্রক্রিয়া চলছে। তবে তাতে বেশ সময় লাগবে বলে ডিবিসিকে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

তৃণমুলে বর্ধিত সভা ও ভোটাভুটির মাধ্যমে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর নাম পাঠানোর কথা থাকলেও অনেক ক্ষেত্রেই তা মানা হয়নি। অভিযোগ আসে, সংসদ সদস্য কিংবা জেলার জেষ্ঠ্য নেতারা প্রভাব খাটিয়ে নিজের পছন্দমতো প্রার্থীর নাম কেন্দ্রে পাঠিয়েছিলেন। ফলে চারধাপে হয়ে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে ছিলো বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি।

দলের সভাপতিমণ্ডলীর সভায় বিদ্রোহী প্রার্থীদের মদতদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক জানান, ‘কেন্দ্রীয় নেতা, স্থানীয় নেতৃবৃন্দ যারাই এর সঙ্গে জড়িত রয়েছেন তাদেরকে আমরা শোকজ করবো। তারপরে তারা যদি কোনও ব্যাখ্যা দিতে না পারেন, তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠিন ব্যবস্থার দিকে আমরা যাব।’

সাংগঠনিক সম্পাদকরা জড়িত ব্যক্তিদের নামের তালিকা তৈরি করছেন বলে জানান দলটির নেতারা।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কর্ণেল (অব:) ফারুক খান জানান, ‘আমাদের বিভিন্ন বিভাগের যে সাংগঠনিক সম্পাদক, তারা এই তথ্যগুলো সংগ্রহ করছে। তথ্য সংগ্রহের পরে এর সত্যতা যাচাই করে তালিকা তৈরি হবে। সেই তালিকা তৈরি হওয়ার পরে তারপরে তাদেরকে শোকজ নটিস দেওয়া হবে। জাতীয় সম্মেলনের জন্য আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। সেটা নিয়েও আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বিশেষ করে সাংগঠনিক সম্পাদকবৃন্দ ব্যস্ত আছেন। এই দুটো কর্মকান্ড নিয়ে তারা ব্যস্ত আছেন।’

তৃণমুলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভবিষ্যতে দলের অবস্থান আরো কঠোর হবে বলেও জানান তারা।

আরও পড়ুন

ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ আর নেই

ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ’র সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ আর নেই। শুক্রবার সন্ধ্যা ৭:৪৯মিনিটে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে...

'রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়া সরকারের ব্যর্থতা নয়'

রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়া সরকারের কুটনৈতিক ব্যর্থতা নয়, রোহিঙ্গাদের অনিচ্ছার কারণেই তাদের ফেরত পাঠানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ...

ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ আর নেই

ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ’র সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ আর নেই। শুক্রবার সন্ধ্যা ৭:৪৯মিনিটে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে...

খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবে বিএনপি

আদালতে ন্যায্য বিচার না পাওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি তুলে ধরবে বিএনপি। দলটির নেতারা বলছেন, বিচারব্যবস্থার প্রতি আস্থাহীনতা তাদের এই পথে...