DBC News
'ঈদকার্ড' এক স্মৃতির নাম

'ঈদকার্ড' এক স্মৃতির নাম

একটা সময় ছিলো, ঈদ এলেই ছোট-বড়রা শুভেচ্ছা জানাতো ঈদ কার্ড দিয়ে। শহর-গ্রাম সবখানেই ছিলো ঈদ কার্ডের প্রচলন। তবে প্রযুক্তির দ্রুত প্রসারে হারিয়ে যেতে বসেছে ঈদ কার্ড দেয়া-নেয়ার কালচার। 

আগে ঈদ এলে পাড়া-মহল্লার অলিতে-গলিতে ছোট ছোট দোকানে ঈদ কার্ড সাজিয়ে নিয়ে বসত এলাকার কিশোররা। বর্ণিল সব কার্ড। কার্ডগুলোতে লেখা থাকত ঈদের বিভিন্ন শুভেচ্ছা, কবিতা, ছড়া। মজার মজার সব ছবির সঙ্গে লেখা থাকত শুভেচ্ছাবার্তা। এখন কেবল অফিস আদালতে করপোরেট শুভেচ্ছা জানাতে  ঈদ কার্ডের কিছুটা ব্যবহার দেখা যায়।

প্রযুক্তি যেমন মানুষের জীবন ব্যবস্থাকে সহজ করে দিয়েছে, তেমনি কেড়ে নিয়েছে অনেক কিছু।  তাই এখন আর ফুরসত মিলে না হাতে একটু লেখে শুভেচ্ছা জানানোর। তারপরেও কোনো এক প্রজন্মের কাছে ঈদ কার্ড রয়ে গেছে সজীব স্মৃতি হয়ে।

আরও পড়ুন

হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান-গল্পের “জোছনার ফুল”

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭ম মৃত্যুবার্ষিকী ১৯শে জুলাই। হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গানওয়ালা প্রকাশ করেছে “জোছনার ফুল”...

নাটক 'মাধুরীর বিয়ে'

শিল্পকলায় মঞ্চায়িত হলো নাট্য সংগঠন খেয়ালী নাট্যগোষ্ঠীর নাটক 'মাধুরীর বিয়ে'। এ কে এ কবীরের রচনায় এবং আহসানুল হক খোকনের নির্দেশনায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্ট...

একই শোতে দুই মেয়র

পবিত্র ঈদুল ফিতরে ডিবিসি নিউজে দেখবেন ঈদের 'বিশেষ সংবাদ সম্প্রসারণ'। অনুষ্ঠানটির অতিথি থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি ক...