DBC News
এবার নেটিজেনরা মেতেছে ভ্যাকুয়াম চ্যালেঞ্জে

এবার নেটিজেনরা মেতেছে ভ্যাকুয়াম চ্যালেঞ্জে

বিভিন্ন সময় বিভিন্ন রকম চ্যালেঞ্জে মেতে ওঠে নেটিজেনরা। কখনও মোমো গেম, কখনও আবার ব্লু হোয়েল। যা খেলতে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীনও হন অনেকেই। যেমন ব্লু হোয়েল বা মোমো চ্যালেঞ্জে বহু কিশোর প্রাণ হারিয়েছে। আবার কিকি চ্যালেঞ্জ বা টিডি চ্যালেঞ্জের মতো মারাত্বক বিপদসংকুল খেলাতেও মেতেছিলেন নেটিজেনরা। সেই তালিকায় এবার নতুন সংযোজন ‘ভ্যাকুয়াম চ্যালেঞ্জ’ বা ‘বিন ব্যাগ চ্যালেঞ্জ’। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।

ভ্যাকুয়াম চ্যালেঞ্জ বা বিনব্যাগ চ্যালেঞ্জে দেখা যায় একটি বড় কালো প্লাস্টিকের ব্যাগে একজন ঢুকে পড়ছে। তার মুখটা বাইরে থাকে। তারপর সেই ব্যাগটিতে ঢুকানো হয় একটি ভ্যাকুয়াম ক্লিনারের মুখ। এরপর চালু করা হয় ভ্যাকুয়াম ক্লিনারটি। বাইরে থেকে কোনও বাতাস বিন ব্যাগটিতে ঢুকতে না পারায় এক সময় বিনব্যাগটি বায়ু শূন্য হয়ে যায়। ফলে সে নড়তে পারে না। মাঝেমাঝে চ্যালেঞ্জারের শরীরে বিনব্যাগ এমন শক্ত ভাবে জড়িয়ে যায় যে ভারসাম্য রাখা কঠিন হয়ে যায়। কেউ কেউ ভারসাম্য না রাখতে পেরে উল্টে পড়ে যায়।

যদিও শ্বাস নেওয়ার জন্য মুখ বাইরে রাখা হয় এই চ্যালেঞ্জে। এখন পর্যন্ত কোনও দুর্ঘটনার খবর পাওয়া যায়নি, তবে একা একা এতে অংশ নিলে বিপদের শংকা আছে। বিনব্যাগে কেউ যদি আটকে পড়ে আর এরপর উদ্ধার করার যদি কেউ না থাকে তাহলে বড় অঘটন হতে পারে।

তাই অনেকেই সতর্ক করছেন এই বিপজ্জনক খেলায় অংশ না নিতে। সোশ্যাল মিডিয়ায় কিছু বাহবা মিলে গেলেও যেখানে বিপদ হওয়ার সম্ভাবনা প্রবল। ঠিক যেমনটা হয়েছিল মারণ গেম ব্লু হোয়েল ছড়িয়ে পড়ার পর।

এর আগে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল কিকি চ্যালেঞ্জ। সেখানে চলন্ত গাড়ি থেকে নেমে নাচতে দেখা গেছে নেটিজেনদের। আবার চলন্ত গাড়িতেই ফিরে যেতেন তারা। এটাই ছিল চ্যালেঞ্জ। যা আতঙ্ক ছড়িয়েছিল। দুর্ঘটনার আশঙ্কাও করেছিলেন অনেকেই। সময়ের সঙ্গে সঙ্গে হারিয়েছে সেই ট্রেন্ড। এবার নজরে ভ্যাকুয়াম চ্যালেঞ্জ।

আরও পড়ুন

ভারতের 'চন্দ্রযান-২' প্রথম চন্দ্রপৃষ্ঠের ছবি তুলে পাঠাল

চাঁদের প্রথম ছবি পাঠাল চন্দ্রযান-২। আর তাতেই রীতিমতো উচ্ছ্বসিত ইসরোর বিজ্ঞানীরা। ইসরোর টুইটার হ্যান্ডলে চন্দ্রযানের পাঠানো সেই ছবি শেয়ার করা হয়েছে। ফলে চন্দ্রযা...

গ্রিনল্যান্ডে দ্রুত বরফ গলছে, ঝুঁকিতে বাংলাদেশ

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ে এক সপ্তাহের ব্যবধানে আরেকটি ‘দুঃসংবাদ’ শোনালেন বিজ্ঞানীরা। এর ফলে বাংলাদেশের মতো উপকূলীয় অঞ্চলগুলোর হুমকি আরও বেড়ে গেল বল...

পেপসিতে চারুলতা

ক্রিকেট বিশ্বকাপের দর্শক সারিতে বসে রাতারাতি সবার নজরে আসেন ভারতীয় ক্রিকেট সমর্থক চারুলতা প্যাটেল। এবার এই নারীকে দেখা যাবে পেপসির বিজ্ঞাপনে। পেপসির ডিজিটাল প্ল...

যাত্রীর রেটিং কম হলে মিলবে না উবার

উবারে গাড়ি পেতে হলে যাত্রীদের রেটিং ভালো হতে হবে, এমনটা ঘোষণা দিয়েছে উবার বাংলাদেশ কর্তৃপক্ষ। রেটিং কম থাকলে এখন থেকে কোন যাত্রী গাড়ি পাবেন না। রাইডশেয়ারিং সেবা...