DBC News
এবার নেটিজেনরা মেতেছে ভ্যাকুয়াম চ্যালেঞ্জে

এবার নেটিজেনরা মেতেছে ভ্যাকুয়াম চ্যালেঞ্জে

বিভিন্ন সময় বিভিন্ন রকম চ্যালেঞ্জে মেতে ওঠে নেটিজেনরা। কখনও মোমো গেম, কখনও আবার ব্লু হোয়েল। যা খেলতে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীনও হন অনেকেই। যেমন ব্লু হোয়েল বা মোমো চ্যালেঞ্জে বহু কিশোর প্রাণ হারিয়েছে। আবার কিকি চ্যালেঞ্জ বা টিডি চ্যালেঞ্জের মতো মারাত্বক বিপদসংকুল খেলাতেও মেতেছিলেন নেটিজেনরা। সেই তালিকায় এবার নতুন সংযোজন ‘ভ্যাকুয়াম চ্যালেঞ্জ’ বা ‘বিন ব্যাগ চ্যালেঞ্জ’। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।

ভ্যাকুয়াম চ্যালেঞ্জ বা বিনব্যাগ চ্যালেঞ্জে দেখা যায় একটি বড় কালো প্লাস্টিকের ব্যাগে একজন ঢুকে পড়ছে। তার মুখটা বাইরে থাকে। তারপর সেই ব্যাগটিতে ঢুকানো হয় একটি ভ্যাকুয়াম ক্লিনারের মুখ। এরপর চালু করা হয় ভ্যাকুয়াম ক্লিনারটি। বাইরে থেকে কোনও বাতাস বিন ব্যাগটিতে ঢুকতে না পারায় এক সময় বিনব্যাগটি বায়ু শূন্য হয়ে যায়। ফলে সে নড়তে পারে না। মাঝেমাঝে চ্যালেঞ্জারের শরীরে বিনব্যাগ এমন শক্ত ভাবে জড়িয়ে যায় যে ভারসাম্য রাখা কঠিন হয়ে যায়। কেউ কেউ ভারসাম্য না রাখতে পেরে উল্টে পড়ে যায়।

যদিও শ্বাস নেওয়ার জন্য মুখ বাইরে রাখা হয় এই চ্যালেঞ্জে। এখন পর্যন্ত কোনও দুর্ঘটনার খবর পাওয়া যায়নি, তবে একা একা এতে অংশ নিলে বিপদের শংকা আছে। বিনব্যাগে কেউ যদি আটকে পড়ে আর এরপর উদ্ধার করার যদি কেউ না থাকে তাহলে বড় অঘটন হতে পারে।

তাই অনেকেই সতর্ক করছেন এই বিপজ্জনক খেলায় অংশ না নিতে। সোশ্যাল মিডিয়ায় কিছু বাহবা মিলে গেলেও যেখানে বিপদ হওয়ার সম্ভাবনা প্রবল। ঠিক যেমনটা হয়েছিল মারণ গেম ব্লু হোয়েল ছড়িয়ে পড়ার পর।

এর আগে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল কিকি চ্যালেঞ্জ। সেখানে চলন্ত গাড়ি থেকে নেমে নাচতে দেখা গেছে নেটিজেনদের। আবার চলন্ত গাড়িতেই ফিরে যেতেন তারা। এটাই ছিল চ্যালেঞ্জ। যা আতঙ্ক ছড়িয়েছিল। দুর্ঘটনার আশঙ্কাও করেছিলেন অনেকেই। সময়ের সঙ্গে সঙ্গে হারিয়েছে সেই ট্রেন্ড। এবার নজরে ভ্যাকুয়াম চ্যালেঞ্জ।

আরও পড়ুন

ই-ডেলিভারির শুল্কায়ন প্রক্রিয়া সহজ করার দাবি

নতুন বাজেটে ই-ডেলিভারির শুল্কায়ন প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছে তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের সংগঠন- বেসিস। এছাড়াও বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং এজেন্সির ব্যব...

‘প্রবেশ কর বিজ্ঞানের রাজ্যে, টিকে থাকো বিশ্বায়নের এই যুগে’

‘প্রবেশ কর বিজ্ঞানের রাজ্যে, টিকে থাকো বিশ্বায়নের এই যুগে’ এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জে মুন্না-নাদিম স্মৃতি আন্তঃবিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়...

বাজার আকার বাড়লেও প্রযুক্তি আর ডিজাইনে পিছিয়ে চামড়া শিল্প

চামড়া বা লেদারের তৈরি জুতা-স্যান্ডেল আর ব্যাগে আভিজাত্য খুঁজে পান রুচিশীল ক্রেতারা। তাই ঈদে অনেকেই নতুন পোশাকের সাথে মিলিয়ে কিনছেন চামড়ার জুতা। বিগত কয়েক বছরে দ...

ঈদেও ভিড় নেই মিরপুরের বেনারসী পল্লীতে

রাজধানীজুড়ে ঈদের কেনা কাটা জমলেও ক্রেতাশুণ্য ঢাকার মিরপুরের বেনারসী পল্লী। আশপাশে তীব্র যানজট আর বিদেশি শাড়ির চাহিদার কারণে ঢাকার বেনারসী আর কাতানে আগ্রহ কম।&nb...