DBC News
বহুল আলোচিত প্রশ্নফাঁস মামলার অভিযোগপত্র প্রস্তুত

বহুল আলোচিত প্রশ্নফাঁস মামলার অভিযোগপত্র প্রস্তুত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত প্রশ্নফাঁস মামলার অভিযোগপত্র প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৭ শিক্ষার্থীসহ ১২৫ জনকে আসামি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে, রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, সংস্থার প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রশ্নফাঁসের এই মামলায় আরও অনেকের তথ্য যাচাইয়ের কাজ চলছে। সঠিক নাম-ঠিকানা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও সম্পূরক অভিযোগপত্র দেয়া হবে।

সিআইডিপ্রধান জানান, অর্গানাইজড ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল দেড় বছর তদন্ত করে। তদন্তে দেশের সর্ববৃহৎ প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াত চক্রকে চিহ্নিত করতে সক্ষম হয় তারা। গ্রেপ্তার হয় মূল হোতাসহ ৪৭ জন। এর মধ্যে ৪৬ জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আলোচিত এই ঘটনার শুরু ২০১৭ সালের ১৯ অক্টোবর মধ্যরাতে। ওই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি হলে অভিযান চালায় সিআইডি। গ্রেপ্তার হন মামুন ও রানা নামের দুই শিক্ষার্থী। মামুন ও রানার দেয়া তথ্যের ভিত্তিতে পরদিন পরীক্ষার হল থেকে গ্রেপ্তার হন রাফি নামের এক ভর্তি-ইচ্ছুক।

এ ঘটনায় ২০১৭ সালের ২০শে অক্টোবর শাহবাগ থানায় মামলা হয়।

আরও পড়ুন

ওসি মোয়াজ্জেম গ্রেপ্তার

নুসরাত জাহান রাফির জবানবন্দি ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর মামলায় আসামি সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার...

নয়াপল্টনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

নয়াপল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজকেও ২ ঘন্টার অবস্থা কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের বিলুপ্ত কমিটির একাংশ। রবিবার বেলা ১১ টায় দলের কেন্...

'প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ভিত্তিহীন'

পরীক্ষার হলে ফোন, ঘড়ি কিংবা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইজ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন  বলে জানিয়েছেন...

পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ থাকছে না

জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ থাকছে না। আগামী জেএসসি পরীক্ষা থেকেই জিপিএ-৫ এর পরিবর্তে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ-সিজিপিএ-৪ এ ফল প্রকাশের উদ্...