DBC News
নতুন ভ্যাট আইন সহজ করে কার্যকর করার দাবি

নতুন ভ্যাট আইন সহজ করে কার্যকর করার দাবি

ব্যবসাবান্ধব বাজেটের পাশাপাশি নতুন ভ্যাট আইন সহজ করে কার্যকর করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। তারা চান কর দিতে গিয়ে যেন হয়রানির শিকার না হতে হয়। এছাড়া বে-টার্মিনাল, কর্ণফুলি টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ চলমান মেগা প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন চান তারা।

আগামী অর্থবছর থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হতে যাচ্ছে। নতুন এই ভ্যাট আইন নিয়ে এখনো আপত্তি চট্টগ্রামের ব্যবসায়ীদের।

এ বিষয়ে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম বলেন, ' নতুন ভ্যাট আইন ব্যবসায়ীদের স্বার্থে হতে হবে এবং ব্যবসায়ীরা যাতে ভ্যাট দিতে সক্ষম হয় সে লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করছি।'

রপ্তানিতে প্রণোদনা প্রনোদনা অব্যাহত রেখে বিনিয়োগ ও উৎপাদনমুখী বাজেট চান বিজিএমইএ নেতারা।

বিজিএমইএ'র সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, 'বিনিয়োগ পরিকল্পনার জন্যও আমার মনে হয় বর্তমানে বেশকিছু  ঘাটতি আছে। কারণ শিল্প-কারখানা স্থাপন করার জায়গার অভাবে, অনেক প্রতিষ্ঠান তাদের দক্ষতা থাকা সত্ত্বেও বিনিয়োগ করতে পারছেন না। সেজন্যই আমার মনে হয় একটা নির্দেশনা থাকা উচিত।'

এদিকে, বন্ধ হয়ে যাওয়া তৈরি পোশাক কারখানাগুলোর জন্য বিশেষ প্রণোদনা ও কর আদায়ের পরিধি বাড়াতে এনবিআরকে আন্তরিক হওয়ার পরামর্শও দিচ্ছেন ব্যবসায়ীরা।

এ বিষয়ে, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহ-সভাপতি এস এম মাহবুবর রহমান বলেন, 'প্রত্যেক কারখানায় প্রায় ৩০ শতাংশ খরচ বেড়েছে। কিন্তু আমাদের এদিক থেকে লাভের টাকাটা তেমন বাড়েনি। তাই ভ্যাট কমানোর ব্যবস্থা করতে হবে। এছাড়াও পাঁচ শতাংশ প্রণোদনা দেয়ার কথাও জানান তিনি।'

এছাড়া, ব্যাংক খাত নিয়ন্ত্রণে ট্যারিফ ব্যবস্থা চালুর পরামর্শ দিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো। দেশের অর্থনীতির অগ্রযাত্রা অব্যাহত রাখতে আসছে বাজেট ব্যবসা-বাণিজ্যের অনুকূল হবে বলে প্রত্যাশা চট্টগ্রামের ব্যবসায়ীদের।