DBC News
ঋণখেলাপিদের নিয়মিত হওয়ার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

ঋণখেলাপিদের নিয়মিত হওয়ার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

ঋণখেলাপিদের নিয়মিত হওয়ার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। খেলাপিরা মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়েই ঋণ পুনঃতফসিল করতে পারবেন। পুনঃতফসিল হওয়া ঋণ পরিশোধে তারা সময় পাবেন টানা ১০ বছর। এক্ষেত্রে প্রথম এক বছর কোনো কিস্তি দিতে হবে না। 

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে এই নির্দেশনা জারি করা হয়েছে। নিদের্শনা অনুযায়ী, পুনঃতফসিল হওয়া ঋণের সুদের হার ৯ শতাংশের মধ্যে সীমিত থাকবে। এই প্রজ্ঞাপন জারির ৯০ দিনের মধ্যে ঋণগ্রহীতাকে এই সুবিধার জন্য আবেদন করতে হবে। ২০১৮ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত হওয়া মন্দ ঋণগুলোকে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এই পুনঃতফসিল সুবিধা দিতে পারবে ব্যাংকগুলো। 

এদিকে, নিয়মিত ঋণের কিস্তি প্রদানকারী ভালো গ্রাহকদের চিহ্নিত করে প্রণোদনা দেয়ার বিষয়েও আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ভালো ঋণগ্রহিতার কাছ থেকে গেল বছরের অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ এক বছরে আদায় করা সুদ ও মুনাফার অন্তত ১০ শতাংশ ছাড়সহ অন্যান্য বিশেষ সুযোগ-সুবিধা দেয়ার বিষয়ে ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন

মক্কায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি। বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘট...

'মশা নিধন অভিযানে বাধা দিলে ব্যবস্থা'

এডিস মশার লার্ভা নিধনে বাসাবাড়িতে অভিযানের সময় বাধা দিলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বুধবার বিকেলে, গু...

ব্যাংকে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর নির্দেশ

পরিচালন ব্যয় কমিয়ে আনতে আবারো ব্যাংকগুলোকে অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।এর অংশ হিসেবে জমি কেনা, অফিস ভাড়া, সাজসজ্জা এবং পরিচালনা পর্...

জায়ান্ট কিউ আনারসের চাহিদা দেশজুড়ে

বান্দরবান পাহাড়ের উঁচু নিচু বাগানগুলোতে এখন চাষ হচ্ছে জায়ান্ট কিউ আনারস। এবার আনারসের ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা। চাহিদা বেশি থাকায় পাইকাররা বাগানে এসে নিয়ে যাচ...