DBC News
এসএসসি পরীক্ষায় সাফল্যের আলো ছড়িয়েছেন পাঁচ দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষায় সাফল্যের আলো ছড়িয়েছেন পাঁচ দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থী

কোনও প্রতিকুলতাই আঁটকে রাখতে পারেনি তাদের। চোখের আলো না থাকলেও এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের আলো ছড়িয়েছেন পাবনার পাঁচ দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থী। এইচএসসি পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন আরও ১২ দৃষ্টি প্রতিবন্ধী।

শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি যোগ হয়েছে নানা ধরনের আর্থ-সামাজিক প্রতিকুলতা। তারপরেও থেমে থাকেনি এসব সংগ্রামী দৃষ্টি প্রতিবন্ধীর শিক্ষা জীবন। সব বাধা ও প্রতিকুলতাকে জয় করে সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখছেন এসব দৃষ্টি প্রতিবন্ধীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে মানব কল্যান ট্রাষ্টে আশ্রয় নেয়া প্রতিবন্ধিরা পড়ালেখা করছেন বেইল পদ্ধতিতে।

তাদের মধ্যে থেকে এবার এসএসসি'তে ৫ জন ও এইচএসসি'তে অংশ নিয়েছে ১২ জন দৃষ্টি প্রতিবন্ধি। এসএসসি'তে তাদের ফলাফল মোঃ শাহাদত হোসেন ৪.৭২, মোঃ রুহুল আমিন ৪.৪৪, গোলক মন্ডল ৪.৬৭, তোফায়েল হোসেন ৪.১১, সাইদুল ইসলাম ৩.৮৯।

ফলাফলে খুশী দৃষ্টি প্রতিবন্ধী এসএসসি পরীক্ষার্থীরা। ভাল ফলাফলের আশা এইচএসসি পরীক্ষার্থীদের। পিছিয়ে না থেকে তারাও চায় উচ্চশিক্ষায় শিক্ষিত হতে। এই দৃষ্টি প্রতিবন্ধীরাও চায় অন্য আর দশজন স্বাভাবিক মানুষের মত দেশ গঠনে অবদান রাখতে।

অতীতেও মানব কল্যান ট্রাষ্টে থেকে পরীক্ষার্থীরা ভাল ফলাফল করেছে। এবার এসএসসি'তে অংশ নেয়া ছাত্রদের ফলাফল সন্তোষজনক। একই ভাবে এইচএসসি'তে অংশ নেয়া পরীক্ষার্থীরাও ভাল ফলাফল করে সফল ভাবে কর্মজীবন শুরু করবে বলে আশা প্রকাশ করেন মানব কল্যান ট্রাষ্টের পরিচালক।

বোঝা নয় সঠিক পৃষ্টপোষকতা পেলে এই প্রতিবন্ধীরাই হতে পারে দেশের সম্পদ এমনটিই মনে করেন সকলে।

আরও পড়ুন

বিষধর সাপের কামড়ে বেদে দম্পতির মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরায় বিষধর সাপের কামড়ে বেদে দম্পত্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে স্বামী এখলাস খাঁ (৩২) সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এক...

জামালপুর ডিসির নারী কেলেঙ্কারির ভিডিও ফেসবুকে

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে জেলা প্রশাসকের অনৈতিক কর্মের একটি ভিডিও।সামাজিক যোগাযোগের মাধ্যমসহ ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে জামালপুরের...

জাবিতে গাছ কেটে হল নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ

অপরিকল্পিত ভাবে গাছ কেটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন হলভবন নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা। বিকেলে ব...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস পালন

অগণতান্ত্রিক ও অসাংবিধানিকভাবে আর কোনও সরকার যেন ক্ষমতা দখল করতে না পারে সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক শিক্ষ...