DBC News
পূজা ৪.৩৩, দীঘি ৩.৬১

পূজা ৪.৩৩, দীঘি ৩.৬১

চলতি বছরের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা পূজা চেরী ও অভিনেত্রী দীঘি। আজ সোমবার দুপুরে ফলাফল পেয়ে নিজের খুশির কথা জানিয়েছেন পূজা, তবে দীঘির বাবা জানিয়েছেন তার ফলাফল আশানুরূপ হয়নি।  

দুপুরে ফলাফল পেয়ে তিনি বেশ খুশি বলে জানিয়েছেন পূজা। তিনি জানান, বাণিজ্য বিভাগ থেকে জিপিএ ৪.৩৩ পেয়েছেন তিনি। পূজা বলেন, 'আমি আমার রেজাল্টে খুব খুশি।' এরপর, ভালো কলেজে পড়াশোনা করার ইচ্ছা আছে পূজার। তবে, রেজাল্ট অনুযায়ী কলেজ সিলেকশন আসবে, সেখান থেকে পছন্দ করতে হবে। এরপরও পূজা চেষ্টা করবেন ভালো কলেজ থেকে এইচএসসি দেয়ার। আর অভিনয়টাও সমান তালে চালিয়ে যাবেন তিনি।

এদিকে, দীঘির বাবা অভিনেতা সুব্রত বড়ুয়া জানান, 'দীঘি স্ট্যামফোর্ড স্কুল ও কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছিলো। তার রেজাল্ট আশাব্যঞ্জক হয়নি। সে জিপিএ-৩.৬১ পেয়েছে। তারপরও এতেই আমরা খুশি। সামনে ভালো কলেজে ভর্তির চেষ্টা থাকবে।'


পূজার স্কুল জীবন ঢাকা ক্যান্ট গার্লস উচ্চ বিদ্যালয় থেকে শুরু হলেও ঢাকা বোর্ডের অধীনে চলতি বছর মগবাজার এলাকার একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। শিশুশিল্পী হয়ে চলচ্চিত্রে আসেন পূজা চেরী। বিজ্ঞাপনে নজর কাড়েন। এরপর জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নূর জাহান, পোড়ামন ২, দহন এসব ছবির মাধ্যমে পূজা ব্যাপকভাবে আলোচনায় আসেন। তবে, তার আগে একটি ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনে অংশ নিয়ে বেশ পরিচিতি পান পূজা। যদিও সেই পরিচিতি শিশুশিল্পী হিসেবেই ছিল।

অন্যদিকে, চলচ্চিত্র পরিবারের সন্তান দীঘি। তার বাবা সুব্রত বড়ুয়া ও মা প্রয়াত চলচ্চিত্র অভিনেত্রী দোয়েলের একমাত্র মেয়ে। চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীনফোনের একটি বিজ্ঞাপনে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন। কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ তার অভিনীত প্রথম চলচ্চিত্র।

আরও পড়ুন

হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান-গল্পের “জোছনার ফুল”

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭ম মৃত্যুবার্ষিকী ১৯শে জুলাই। হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গানওয়ালা প্রকাশ করেছে “জোছনার ফুল”...

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী আলাউদ্দিন আলীর শারীরিক অবস্থার উন্নতি

প্রায় ৩ মাস ৯ দিন চিকিৎসা শেষে সাভারে সিআরপি হাসপাতাল থেকে বাসায় যাওয়ার জন্য ছাড়পত্র দেয়া হয়েছে কিংবদন্তি সুরকার ও জাতীয় চলচিত্র পুরস্কারজয়ী সঙ্গীত পরিচালক আলাউ...

ছেলের সাথে এইচএসসি পাস করলেন সেই অদম্য মলি রাণী

নাটোরের বাগাতিপাড়ায় এবার এইচএসসি পাস করলেন সেই অদম্য গৃহিণী মলি রাণী। বয়সের বাধাকে উপেক্ষা করে নাটোরের বাগাতিপাড়ায় ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর...

এবার নুসরাতের রেজাল্ট কাঁদাল স্বজন ও সহপাঠীদের

বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার হওয়া ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির আলিম পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মৃত্যুর আগে দু'টি পরীক্ষায় অংশ নিতে পারেন ন...