DBC News
ক্যানসার মুক্ত ঋষি কাপুর; সম্পূর্ণ সুস্থ হতে আরও দু’মাস  

ক্যানসার মুক্ত ঋষি কাপুর; সম্পূর্ণ সুস্থ হতে আরও দু’মাস  

বহুদিন ধরেই বলিউডে শোনা যাচ্ছিল ঋষি কাপুর নাকি ক্যানসারে আক্রান্ত ৷ চিকিৎসার জন্য আমেরিকাতে আবস্থান করলেও কাপুর পরিবারের কেউ এ বিষয়ে মুখ খোলেননি ৷

মায়ের মৃত্যুতে মুম্বাই না ফেরায় ঋষি কাপুরের শারীরিক আবস্থা নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্য এবং ঋষি কাপুর অনুরাগীদের মনেও প্রশ্ন জাগে! ঋষি কাপুরের অবস্থা সত্যিই খুব খারাপ কিনা? ঋষি কাপুর নিজেই জানান, তিনি ক্যানসার মুক্ত ৷

ক্যানসার থেকে মুক্ত হয়ে নতুন করে জীবনে ফেরা মোটেও সহজ ছিল না বলেও উল্লেখ করেন বলিউডের এ তারকা অভিনেতা। 

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ঋষি কাপুর জানান, 'আঠারো মাস ধরে আমেরিকায় আমার চিকিৎসা চলছিল ৷ এখন আমি ক্যানসার মুক্ত ৷ তবে এখনও অল্প-স্বল্প চিকিৎসা চলবে ৷ এই সময়ে আমার পরিবার আমার পাশে ছিল ৷ সবাই মিলে আমাকে শক্তি জুগিয়েছে। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে। আরও দু’মাস সময় লাগবে।

স্ত্রী নীতু সিংকে নিয়ে ঋষি কাপুর বর্তমানে আমেরিকাতেই আছেন। তার অসুস্থতার ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে এতদিন।