DBC News
'টি-সিনেমা'র শুভসূচনা

'টি-সিনেমা'র শুভসূচনা

জনগণের কাছে থেকে অর্থ সংগ্রহ না করে টি-শার্টের শুভেচ্ছামূল্য থেকে প্রাপ্ত অর্থ দিয়েই নির্মিত হবে সিনেমা। এমন অভিনব পদ্ধতির সাথে তরুণদের পরিচিত করাতে সিনেমাপ্রেমীদের সংগঠন ভারমিলিয়ন ফিল্ম সোসাইটি আয়োজন করেছে 'টি-সিনেমা'।

সন্ধ্যায় জাতীয় শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে 'টি-সিনেমা'র সাথে গণঅংশগ্রহণে স্বাধীন চলচ্চিত্রযাত্রার শুভসূচনা করে সংগঠনটি। গণ-অর্থায়নে সিনেমা নির্মাণের প্রচেষ্টা বিশ্বব্যাপী জনপ্রিয় উল্লেখ করে বক্তারা বলেন, বাংলাদেশে এই উদ্যোগের মাধ্যমে গড়ে উঠতে পারে সমন্বিত দর্শকগোষ্ঠী।

টি-সিনেমার পাশাপাশি চলচ্চিত্রকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে দেশ ও দেশের বাইরে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করেছে ভারমিলিয়ন।