DBC News
ফের বিয়ের পিঁড়িতে বসছেন শ্রাবন্তী

ফের বিয়ের পিঁড়িতে বসছেন শ্রাবন্তী

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ফের বিয়ের পিঁড়িতে বসছেন। টালিপাড়ায় গুঞ্জন উঠেছে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন শ্রাবন্তী। গুঞ্জন উঠেছে, গেল পহেলা বৈশাখে গোপনে বাগদানও সেরে ফেলেছেন। পহেলা বৈশাখে তপসিয়ার একটি বিলাসবহুল রেস্তোরাঁয় তাদের বাগদান হয়। গোপনীয়তার জন্য বাগদান অনুষ্ঠানে অতিথিদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ছিল।

শোনা যাচ্ছে, শ্রাবন্তী বিয়ে করছেন তার বর্তমান প্রেমিক রোশন সিং কে। রোশন সিং পেশায় একটি এয়ারলিয়ান্সের কেবিন ক্রু সুপারভাইজার। আর শুক্রবারই চণ্ডীগড়ে রোশনের বাড়িতে বিয়ে করছেন এ জুটি। এ লক্ষ্যে ইতোমধ্যেই চণ্ডীগড়ে পৌঁছেছেন শ্রাবন্তী এবং রোশন। তবে, এ বিষয়ে কাউকেই কিছু জানাননি শ্রাবন্তী।

বিয়ে শেষে আগামী সপ্তাহেই কলকাতা ফেরার কথা রয়েছে শ্রাবন্তী এবং রোশনের।

জানা গেছে, শ্রাবন্তী-রোশন জুটির প্রেমের বয়স খুব বেশি না হলেও পারিবারিকভাবে তারা বেশ ঘনিষ্ঠ। এমনকি শ্রাবন্তীর শ্যুটিংয়ের উপস্থিত থাকতেন রোশনের মা। আর সেখানে শ্রাবন্তী তাকে মা বলেই সম্বোধন করতেন। এছাড়া শ্রাবন্তীর বিয়েতে তার ছেলে ঝিনুকের মত রয়েছে। কারণ এর আগে শ্রাবন্তী জানান ছেলের উতে তিনি বিয়ে করবেন না।

এর আগে, দুই বার বিবাহবিচ্ছেদ হয় শ্রাবন্তীড়। পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে ২০০৩ সালে প্রথম বিয়ে হয় অভিনেত্রী শ্রাবন্তীর। সে সময় অভিযোগ ওঠে রাজীব শারীরিকভাবে শ্রাবন্তীকে নির্যাতন করতেন। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ ওঠে রাজীবের বিরুদ্ধে। এর পরেই, বিচ্ছেদ হয় শ্রাবন্তী এবং রাজীব দম্পত্তির। রাজীব-শ্রাবন্তী সংসারে জন্ম নেয়া ছেলে ঝিনুক এখন শ্রাবন্তীর সঙ্গেই থাকেন।

রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর শ্রাবন্তীর সম্পর্ক হয় মডেল কৃষণ ব্রজের সঙ্গে। এরপর জাঁকজমকভাবে বিয়েও করেন শ্রাবন্তী এবং কৃষণ ব্রজ। কিন্তু বিয়ের পরই তাদের সংসারে শুরু হয় কলহ। শেষে গত বছরের জানুয়ারিতে কৃষণের সঙ্গে বিচ্ছেদ চূড়ান্ত হয় শ্রাবন্তীর। এরপরই শ্রাবন্তীর নামের সঙ্গে জড়িয়ে যায় রোশন সিংয়ের নাম।